Thursday, June 7, 2018

কিভাবে ওয়েভ টেমপ্লেট বা ওয়েভ সাইট ডিজাইন করা যায় (UI/UX)।এসো ডিজাইন শিখি

কিভাবে ওয়েভ টেমপ্লেট ডিজাইন করা যায়।




হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

আজ আমি ,একটি ওয়েভ সাইট ডিজাইন এবং ওয়েভ টেমপ্লেট ডিজাইন কিভাবে করা যায় অ্যাডবি ফটোশপ দিয়ে তা নিয়ে আলোচনা করবো।সাথে (UI/UX) ডিজাইন নিয়েও আলোচনা করবো। আশা করি সাথে থাকবেন।


ওয়েভ সাইট কি?
ওয়েভ সাইট হল শুধু একটি সাইট হল যা কোন ওয়েভ সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা,যাতে আপনার ছবিঅডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়,যা ইন্টারনেটের ল্যানের সাথে অ্যাক্সেস করা থাকে।


কিভাবে ওয়েভ সাইট ডিজাইন করতে হয়?

ওয়েভ সাইট ডিজাইন করতে হলে আপনাকে জানতে হবে ওয়েভ সাইট সম্পর্কে।জানতে হবে ওয়েভ সাইট কি? কিভাবে ওয়েভ সাইট কাজ করে? জানতে হবে ওয়েভ সাইট কি কি পার্ট নিয়ে তৈরি হয়।

প্রথমে নিচে ওয়েভ সাইট ডিজাইন টি দেখে নেয়া যাক-





যে কোন ওয়েভ সাইটের ৩টি পার্ট থাকেঃ
১/ হেডার পার্ট
২/বডি পার্ট
৩/ফোটার পার্ট

 এই ৩টি পার্টের মধ্যে কিছু পার্ট থাকে যার সমন্বয় ওয়েভ সাইট তৈরি করা হয়।


হেডার পার্টঃ
  1. নেভিগেশন পার্ট
  2. কোম্পানি লোগো
  3. কোম্পানি স্লোগান
  4. কোম্পানির ছবি
বডি পার্টঃ
কোম্পানি সমস্থ কিছু থাকবে এই পার্টে


ফোটার পার্টঃ
  1. কোম্পানি কন্টাক্ট ইনফর্মেশন
  2. ম্যাপ
  3. কোম্পানি মালিকের ইনফর্মেশন থাকবে
আপনি উপরের ওয়েভ সাইটির ডিজাইন দেখলে আপনি বোঝতে পারবেন যে কয়টা অংশে ভাগ করে একটি ওয়েভ সাইট ডিজাইন করা হয়।

আপনারা যারা ওয়েভ সাইট ডিজাইন করতে চান তারা আমার এই ওয়েভ সাইট টা ডাউনলোড করে প্রেক্টিস করতে পারেন।
আমি তাদের জন্য এই ওয়েভ সাইট টির ফাইল টি দিয়ে দিবো চাইলে ডাউনলোড করে নিতে পারেন।


ডাউনলোড



আশা করি এই আর্টক্যাল টা পড়ার পর, আপনারা সহজে জানতে পেরেছেন, কিভাবে ওয়েভ টেমপ্লেট বা ওয়েভ সাইট ডিজাইন করা যায় কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।