UI/UX ডিজাইনের মাধ্যমে একটি আইডি কার্ড (ID CARD) ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে।
( এসো ডিজাইন শিখি )
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন,আশা করি ভাল।
আজ আমি UI/UX ডিজাইনের মাধ্যমে একটি আইডি কার্ড (ID CARD) কিভাবে অ্যাডবি ইলেস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করতে হয় তা আপনাদের কে বলবো।
আইডি কার্ডে কি কি ইনফর্মেশন থাকে?
উপরের আইডি কার্ড(ID CARD) টি একটু খেয়াল করেন, এখানে আইডি কার্ডটিতে নিজের নাম, মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ, ইমেইল,কার্ডটির মেয়াদ, ইত্যাদি এবং নিচে কম্পানির লোগো এবং নাম।
আইডি কার্ডের সাইজ কত?
প্রথমে সাইজ নিয়ে কথা বলি আইডি কার্ড(ID CARD) এর সাইজ হল ৬০০*৯৭৫
প্রস্ত ৬০০পিক্সেল এবং উচ্চতা ৯৭৫ পিক্সেল হয়ে থাকে।
উপরের সাইজ দিয়ে একটি অ্যাডবি ইলেস্ট্রেটর সাহায্যে ডুকমেন্ট তৈরি করি ।প্রথমে file-new=new ducoment (ctrl+n) নিউ ডুকুমেন্ট ওপেন হবে।যা দেখতে নিচের পিকটির মত।
তারপর,পেন টুলের সাহায্যে বাকা কার্ভ এর মত শেইপ ডিজাইন করি।কাল কালার ব্যবহার করতে হবে।
কালার কোড-0c2032।এবং পিছনে গ্রেডিয়ান কালার কোড-ec8143 ও f9e400, এই গ্রেডিয়ান কালার টি অ্যাডবি ইলেস্ট্রেটরে ডিফল দেয়া থাকে।
তারপর,আইডি কার্ড এর নিয়ম অনুযাই,একটি ছবি ব্যবহার করতে হয়।যা আমি একটি গোল শেইপের ভিতরে ক্লিপিং মাস্ক ব্যবহার করে ছবিটি ডিজাইন করেছি।
মাস্ক করার নিয়ম-
- একটি ছবি সিলেক্ট করুন
- একটি গোলার কার শেইপ (ellips tool) এর সাহায্যে তৈরি করুন
- গোলার কার শেইপটি কপি করুন
- একটা অন্যটার উপরে রাখুন
- নিচের টা উপরের টার থেকে একটু বড় রাখতে হবে
- ছবি টা অ্যাডবি ইলেস্ট্রেটরে নিয়ে আসেন
- ছবিটাকে enembed করে ফেলুন।
- তারপর ছবিটা উপরের গোলার কার শেইপের ওপর রাখুন
- উপরের গোলার কার শেইপ ও ছবি টা সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করুন
- দেখবেন ক্লিপিং মাস্ক একটা অপশন আসছে,তাতে ক্লিক করে কাজ ওকে করুন।
তারপর,আইডি কার্ড এর নিয়ম অনুযাই,যার জন্য কার্ড তৈরি করা হচ্ছে তার নাম ও ঠিকানা বা তার কনটাক্ট ইনফর্মেশন ব্যবহার করতে হয়।যার সাথে কিছু আইকন ব্যবহার করেছি।
যার কার্ড তার নাম উপরের পিকচার টিতে।নিচে তার ইনফর্মেশন -
শর্বশেষ যে কম্পানি বা প্রতিঠান কার্ড কার্ড প্রদান করবেন ঐ কম্পানি বা প্রতিঠানের নাম ও লোগো-
এভাবে ই আইডি কার্ড তৈরি করা হয়।যারা এই কার্ডটির মত কার্ড ডিজাইন করতে চান তারা উপরের সব গুলো নিয়ম ফলো করতে পারেন।
অথবা আমার এই কাজটির একটি টিউটোরিয়াল আছে আপনারা আইডি কার্ড ডিজাইন টিউটোরিয়াল টি দেখলে আরো সহজে এই ডিজাইন টি করতে পারবেন,আমি আশা করি।
নিচে আমি আইডি কার্ড ডিজাইন টিউটোরিয়াল ভিডিও লিংক দিয়ে দিচ্ছি-
আশা করি আপনারা আইডি কার্ড(ID CARD) ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।
ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।
0 comments: