Wednesday, May 2, 2018

কিভাবে বর্নমালা লোগো ডিজাইন এবং ট্রাইপোগ্রাফি লোগো ডিজাইন করা যায়।

কিভাবে বর্নমালা লোগো ডিজাইন এবং ট্রাইপোগ্রাফি লোগো ডিজাইন করা যায়।



হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

আজ আমি ,একটি বর্নমালা লোগো ডিজাইন এবং ট্রাইপোগ্রাফি লোগো ডিজাইন করা যায় কিভাবে অ্যাডবি ফটোশপ দিয়ে তা নিয়ে আলোচনা করবো।আশা করি সাথে থাকবেন।


যে কোন ভাষা প্রান হচ্ছে বর্নমালা।আর এই বর্নমালা ছাড়া ভাষা হয় না।ভিবিন্ন কোম্পানি তাদের প্রাতিষ্ঠানিক লোগো টি বর্নমালা দিয়ে ডিজাইন করে থাকেন।তাই কোন বর্নমালা বা ফণ্ট বা লেটার দিয়ে একজন ডিজাইনার কোন প্রতিষ্ঠানের জন্য যে লোগো ডিজাইন করে থাকেন তাঁর নামই হচ্ছে বর্নমালা ডিজাইন বা টাইফোগ্রাফি ডিজাইন।



কোন বর্নমালা বা ফণ্ট বা লেটার দিয়ে একজন ডিজাইনার কোন প্রতিষ্ঠানের জন্য যে লোগো ডিজাইন করে থাকেন তাঁর নামই হচ্ছে বর্নমালা লোগো বা টাইফোগ্রাফি লোগো ডিজাইন ।



ডিজাইনঃ

অ্যাডবি ফটোশপ ওপেন করি এবং নতুন ডুকুমেন্ট ওপেন করি।যার সাইজ আপনাদের ইচ্ছে মত করে নিবেন।
আমি সাইজ নিয়েছি ( w=1500px h=1000px )

তারপর,ডুকুমেন্ট টিকে ডুপ্লিকেট করে নিবেন।মেনু বার থেকে Edit+Free Trasnform (Ctrl+T) ক্লিক করে Dristic করতে হবে।এখন অবজেক্টিকে মাউস দ্বারা উপরে ও নেচে  টেনে আনতে হবে।






তারপর,কালার চেঞ্জ করে সাদা কালার করে নিবেন।এবং blending option থেকে drop shadow apply করতে হবে।


তারপর, লেয়ার টি কে সেপারেট করে নিতে হবে।লেয়ার টি সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার টি ডান কোনে একটি ইরোর সিম্বল আছে তাতে মাউস দ্বারা ক্লিক করলে একটি অপশন বক্স আসবে।তাতে crate layer option টি ক্লিক করলে আরেক টি বক্স আসবে তাতে ok করে দিলে ই লেয়ার টি সেপারেট হয়ে যাবে।





 Drop shadow apply করার পর সেপারেট করা লেয়ার টি সিলেক্ট থাকা অবস্থায় ইরেজ টুলের  hardness 0% করে টুলের সাইজ টা একটু বেশি করে নিতে হবে।তারপর, drop shadow apply করার দুই পাশে মুছে দিতে হবে।






তারপর,Regular Normal font দ্বারা D লেখা টি লিখে নিবেন সাইজ ৪০০ হবে।অন্য লেখা গুলো roboto font দ্বারা লিখে নিবেন।


আমার পুরু ডিজাইন টি এভাবে লিখি আপনাদের কে বোঝানো সহজ হবে না।তাই এই বর্নমালা লোগো ডিজাইন এবং ট্রাইপোগ্রাফি লোগো ডিজাইন টির একটি ভিডিও টিউটোরিয়াল আছে।আমার মনে হয় আপনারা এই ভিডিও টিউটোরিয়াল দেখে ডিজাইন করলে আপনাদের ডিজাইন করাটা সহজ হবে।

কিভাবে একটি ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন করা যায় লিংক- ক্লিক করুন

অথবা নিচের ভিডিও টি দেখুন






আশা করি ভিডিও টিউটোরিয়াল দেখার পর, আপনারা সহজে কিভাবে বর্নমালা লোগো ডিজাইন এবং ট্রাইপোগ্রাফি লোগো ডিজাইন করা যায় কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

Monday, April 30, 2018

কিভাবে একটি ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন করা যায়।এসো ডিজাইন শিখি

ভেক্টর ইমেজ কে কিভাবে লাইন আর্ট ডিজাইন করা যায়




হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

আজ আমি ,একটি ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন কিভাবে করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে তা নিয়ে আলোচনা করবো।আশা করি সাথে থাকবেন।




আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার আছি তারা মূলত জানি ভেক্টর কি আর রাস্টার কি। যাই হক আমি আবারো বলি ভেক্টর ইমেজ হচ্ছে  জ্যামেতিক বিন্দু বা রেখা।যার সাইজ, কালার,মান যাই পরিবর্তন করি না কেন এই ভেক্টর ইমেজের কোন পরিবর্তন হবে না।ভেক্টর হল অ্যাডবি ইলেস্ট্রেটর সফটওয়্যার দ্বারা তৈরি হয়।

যারা অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে কোন কিছু ডিজাইন করেন তারা একটু খেয়াল করবেন,ডিজাইনটি যতই বড় বা পরিবর্তন করেন না কেন ফাইলটির কোন পরিবর্তন হবে না।




লাইন আর্ট ডিজাইন হল কোন ভেক্টর ইমেজের উপর ভিবিন্ন সেইপ নিয়ে ডিজাইন করা।যা আমি উপরের ডিজাইন তৈরি করেছি।

প্রথমে ইলেস্ট্রেটর সফটওয়্যার টি ওপেন করি এবং নিউ ডুকুমেন্ট নেই।যার সাইজ ডিফল্ট বা আপনার নিজের ইচ্ছে মত করে নিতে পারেন।

 নিউ ডুকুমেন্ট
 নিউ ডুকুমেন্ট


তারপর,যে কোন একটি ভেক্টর ইমেজ ডাউনলোড করে নিতে হবে।আর যদি আপনার কাছে থাকে তাহলে ভাল।
ভেক্টর ইমেজটি ইলেস্ট্রেটর ডুকুমেন্টে নিয়ে আসেন।তাকে ইম্বেড ও ইমেজ ট্রেস করে  তারপর এক্সপান্ড করেন  আন-গ্রোপ করে নিবেন।


ভেক্টর ইমেজ
ভেক্টর ইমেজ


তারপর লাইন টুল দ্বারা ভেক্টর ইমেজ টির উপর লাইন  টেনে দিতে হবে।




আমার পুরু ডিজাইন টি এভাবে লিখি আপনাদের কে বোঝানো সহজ হবে না।তাই এই ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন টির একটি ভিডিও টিউটোরিয়াল আছে।আমার মনে হয় আপনারা এই ভিডিও টিউটোরিয়াল দেখে ডিজাইন করলে আপনাদের ডিজাইন করাটা সহজ হবে।


কিভাবে একটি ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন করা যায় লিংক- ক্লিক করুন

অথবা নিচের ভিডিও টি ওপেন করুন







আশা করি ভিডিও টিউটোরিয়াল দেখার পর, আপনারা সহজে লাইন আর্ট ডিজাইন বা  কিভাবে একটি ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন করা যায় কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

Friday, April 20, 2018

কিভাবে টেক্সট ইফেক্ট ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে ।এসো ডিজাইন শিখি


কিভাবে টেক্সট ইফেক্ট ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে।


টেক্সট ইফেক্ট ডিজাইন
টেক্সট ইফেক্ট ডিজাইন 




হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।


আজ আমি ,টেক্সট ইফেক্ট ডিজাইন বা কিভাবে ফন্ট দিয়ে টাইফোগ্রাফি দিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে তা নিয়ে আলোচনা করবো।আশা করি সাথে থাকবেন।

টেক্সট ইফেক্ট কি?

টেক্সট ইফেক্ট দিজাইন হচ্চে, কোন ফণ্ট বা লেটার কে ভিন্ন ভিন্ন ইফেক্ট দিয়ে কোন ডিজাইন করা।যাকে আমরা টাইফোগ্রাফি ডিজাইন বলে থাকি।



টাইফোগ্রাফি ডিজাইন কি?
কোন ফণ্ট বা লেটার দিয়ে ভিন্ন ভিন্ন ইফেক্টের মাধ্যমে কোন ডিজাইন করাই হচ্চে টাইফোগ্রাফি ডিজাইন।


টেক্সট ইফেক্ট ডিজাইনঃ

ডুকুমেন্ট সাইজঃ
১২০০*৮০০ পিক্সেল

টেক্সটের বা ফন্টের নামঃ
roboto bold
www.roboto.com

টেক্সটের বা ফন্টের সাইজঃ
340pt

ডিজাইনঃ

প্রথমে,আমরা টেক্সট টুলের মাধ্যমে wel-come লিখে ফেলি।তারপর ফন্টি সিলেক্ট থাকা অবস্থায়,মাউসের ডান বাটনে
ক্লিক করলে অপশন বক্স আসবে।অপশন থেকে create outilnes অপশন ক্লিক করে ফন্ট গুলোকে আন-গ্রোপ করে নিতে হবে।




তারপর,দুইটি রেক্ট্যাংগেল সেইপ wel এবং come লেখা দুটিকে ঢেকে দিতে হবে।এবং টুল বার থেকে object+path+split into gird টিতে ক্লিক করলে একটি বক্স আসবে যাতে Row & Colom দুটি অপশন থাকবে।Row তে Number ঘরে ৫ লিখে ওকে করে দিবেন।




তারপর,সেইপ এবং ফন্টকে সিলেক্ট করে পাথফাইন্ডার দিয়ে Devide করে নিবেন এবং আনগ্রোপ করে করতে হবে।ে 
দুইটি সেইপ কেই এভাবে কাস্টমাইজ করে নিতে হবে।আমি শুধু একটা দেখালাম।





তারপর,অনগ্রোপ করার পর ctrl+Y চেপে প্রিভিউ করে নিবেন।এখন ফন্টের বাহিরের অংশ গুলো ফেলে দিবেন।যাতে শুধু ফন্ট ছাড়া আর অন্য কিছু না থাকে।যা দেখতে নিচের পিকচারটির মত দেখাবে।




আমি পুরু ডিজাইন টি এভাবে লিখি আপনাদের সহজে বোঝাতে জামেলা হবে।আমার এই টেক্সট ইফেক্ট ডিজাইন টির একটি ভিডিও টিউটোরিয়াল আছে।আমার মনে হয় আপনারা এই ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ করলে  একদম সহজ লাগবে।এবং সহজে টেক্সট ইফেক্ট ডিজাইন বা টাইফোগ্রাফি ডিজাইন করতে পারবেন।


নিচে আমি ডেক্স ক্যালেন্ডার ডিজাইন টিউটোরিয়াল ভিডিও লিংক দিয়ে দিচ্ছি-






আশা করি ভিডিও টিউটোরিয়াল দেখার পর, আপনারা সহজে টেক্সট ইফেক্ট ডিজাইন বা টাইফোগ্রাফি ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

310