Thursday, April 19, 2018

অ্যাডবি ফটোশপ লেয়ার টুল এবং টাইপ টুলের শর্টকার্ট বাংলা ।পার্ট-৩

 অ্যাডবি ফটোশপ লেয়ার টুল এবং টাইপ টুলের শর্টকার্ট বাংলা


 অ্যাডবি ফটোশপ লেয়ার টুল এবং টাইপ টুলের শর্টকার্ট
 অ্যাডবি ফটোশপ লেয়ার টুল এবং টাইপ টুলের শর্টকার্ট 


ফটোশপ লেয়ার শর্টকাট

নতুন লেয়ার= Ctrl–Shift–N
লেয়ার সিলেক্ট = Ctrl–click layers মাউস দ্বারা লেয়ারের উপর ক্লিক
এক সাথে অনেক লেয়ার সিলেক্ট করতে= shift+সর্বশেষ লেয়ার ক্লিক
ডিলেট লেয়ার= leyar tool bar+Delete layer
লেয়ার মাস্কিং= Alt–click layer mask icon


টাইপ টুল শর্টকাট

  1. টেক্সট টুল=T
  2. টেক্স সাইজ (Increase/Decrease) লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ১ পিক্সেল Ctrl–Shift–> or <
  3. টেক্স সাইজ (Increase/Decrease) লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ৫ পিক্সেল = Ctrl–Shift–Alt–> or <
  4. টেক্স টুল(Increase/Decrease) kerning/tracking Alt–Right/Left Arrow
  5. টেক্স আলাইন ( left/center/right)=  Ctrl–Shift–L/C/R




Monday, April 9, 2018

গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অ্যাডবি ফটোশপের সিলেকশন টুলের শর্টকার্ট যা আপনার জন্য খুবই গুরুত্ব পূর্ণ।এসো ডিজাইন শিখি

ফটোশপের সিলেকশন টুলের শর্টকার্টঃ

ফটোশপের সিলেকশন টুলের শর্টকার্টঃ
ফটোশপের সিলেকশন টুলের শর্টকার্ট


ফটোশপের সিলেকশন টুলের শর্টকার্টঃ(পার্ট-২)

সিলেকশন টুল ৪ প্রকার-

1.      Rectangular marquee  tool
2.      Elliptical marquee  tool
3.      Single Row Marquee tool
4.      Single colum marquee tool

সিলেকশন মোডঃ

v  New selection
v  Add  to selection  > Shift
v  Subtract form selection  > Alt
v  Intersect with selection  > Shift–Alt

সিলেকশন স্টাইল প্রকারঃ
1.      Normal
2.      Fixed Ratio
3.      Fixed Size

সিলেকশন শর্টকার্ট টুলঃ

সিলেকশন থাকা অবস্থায় সিলেকশন টিকে মোভ করার জন্য >মোভ টুল সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন চেপে মোভ করতে হয়।
ডিসিলেকশন করতে > Ctrl+D
রিসিলেকশন করতে > Shit+Ctrl+D
ফেদার সিলেকশন > Shift+F6
সেন্টার থেকে সিলেকশন হবে > Alt–drag selection
সিলেকশন কে ট্রান্সফর্ম করতে > Select tool+Transform selection

Sunday, April 8, 2018

গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অ্যাডবি ফটোশপের কিছু শর্টকার্ট যা আপনার জন্য খুবই গুরুত্ব পূর্ণ।এসো ডিজাইন শিখি

অ্যাডবি ফটোশপের কিছু শর্টকার্ট যা আপনার জন্য খুবই গুরুত্ব পূর্ণ।
ফটোশপের কিছু শর্টকার্ট
ফটোশপ শর্টকার্ট

অ্যাডবি ফটোশপের কিছু শর্টকার্ট ঃ(পার্ট-১)

নিউ ডুকুমেন্ট >   (Ctrl+N)
ওপেন > (Ctrl+O)
ডিফল্ট ফটোশপ সাইজ >   7in*5in Resulation-72 /  RGB
ইলেক্ট্রনিক্স মীডিয়ার জন্য >   Resulation-72 /    RGB
প্রিন্ট মিডিয়ার জন্য >   Resulation-300  /   CMYK
 কালার মোড ৫ ধরনের  > 
  1. Bitmap
  2. Grayscle
  3. RGB
  4. CMYK
  5. Lab

ফটোশপ বিট ২ ধরনের >   bit 8bit, 32bit
ফটোশপের উনিক মোড ৭ প্রকার। 
  • Pixle
  • Inches
  • Centimeter
  • Milimeter
  • Point
  • Columns

ফটোশপে ২ ভাবে কালার আপলাই করা যায়। 
  1. Forground color=Alt+Delate/ backspace
  2. Background color=Ctrl+Delate/backspace

Zoom-in=Ctrl+(+)
Zoom-out=Ctrl+(-)
100% zoom=Ctrl+1
Screen Zoom=Ctrl+(0)


Saturday, March 10, 2018

কিভাবে নিজের ফেইসবুকের কভার ফটো বা টাইমলাইন কে প্রোফেশনাল লোক দিবেন অ্যাডবি ফটোশপ দিয়ে।এসো ডিজাইন শিখি

কিভাবে নিজের প্রফেশনাল ফেইসবুক কভার টাইমলাইন নিজেই ডিজাইন করবেন অ্যাডবি ফটোশপ দিয়ে।
( এসো ডিজাইন শিখি )






হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

আজ আমি সোসাইল মেডিয়া  ফেইসবুক কভার ফটো বা  টাইমলাইন ডিজাইন নিয়ে আলোচনা করবো। কিভাবে অ্যাডবি ফটোশপ দিয়ে ফেইসবুক কভার ফটো বা  টাইমলাইন ডিজাইন করা যায়।অনেক বন্দুরা আছেন যারা ফেইসবুক টাইমলাইন অথবা ফেইসবুক কভার ফটো বলে থাকেন।
মূলত যারা প্রফেশনাল ফেইসবুক কভার ইমেজ দ্বারা  নিজেকে প্রফেশনাল বা নিজের প্রতিস্টান  কে ভাল  ভাবে সোসাইল মেডিয়া  রিপ্রেজেন্ট করতে চান।তাদের জন্য একটি ভাল ফেইসবুক কভার ফটো বা  টাইমলাইন  ডিজাইন খুবই দরকার।



ফেইসবুক কি?

বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। এটি আমাদের বিনোদনের মাধ্যমও বটে।


ফেইসবুক কভার ফটো কি?

ফেসবুক প্রোফাইলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে কভার ফটো। কভার ফটোটির বিস্তৃতি সম্পূর্ণ জায়গা জুড়ে। ব্যবহারকারী তার  প্রোফাইলের ছবির পিছনে বিস্তৃতি সম্পূর্ণ জায়গা জুড়ে যে জায়গা টি আছে তাকে ফেইসবুক কভার ফটো বা টাইমলাইন বলে।

কেন ফেইসবুক কভার ফটো বা  টাইমলাইন দরকার?

মূলত যারা প্রফেশনাল ফেইসবুক কভার ইমেজ দ্বারা  নিজেকে প্রফেশনাল  বা নিজের প্রতিস্টান কে ভাল  ভাবে সোসাইল মেডিয়া দ্বারা পুরো বিশ্বের কাছে  প্রেজেন্ট করতে চান তাদের জন্য ফেইসবক কভার ফটো খুবিই গুরুত্বপূর্ন।আজকাল প্রায় সবাই  ফেইসবুক আকাউন্ট আছে এবং সবাই এই ভার্চোয়াল জগতে আকটিভ থাকার জন্য তাদের  ফেইসবুক কভার ফটো বা  টাইমলাইন ভাল ভাবে উপস্থাপন করতে চান।তাই ফেইসবুক কভার ফটো বা  টাইমলাইন দরকার।



ফেইসবুক কভার ফটো বা  টাইমলাইন সাইজ কত?

ফেইসবুক কভার ফটো বা  টাইমলাইন সাইজ সাইজ  ৮৫১*৩১৫ পিক্সেল,300 রেজুলেশন,CMYK mode,


ফেইসবুক কভার ফটো বা  টাইমলাইন ডিজাইন-

প্রথমে একটি নতুন ডুকমেন্ট ওপেন করি এবং ফেইসবুক কভার ফটো বা  টাইমলাইন সাইজ সাইজ  ৮৫১*৩১৫ পিক্সেল,৭২ রেজুলেশন,RGB mode, দিয়ে ।






তারপর,নিচের পিকচার টির মত ৩০ ডীগ্রি অ্যাঙ্গেলে ৩টি সেইপ নিন মাঝের টা সাদা।আমি গাইড দ্বারা ভাগ ভাগ করে সেইপ গুলো নিয়েছি।আপনারা ও চেষ্টা করতে পারেন।




তারপর,নিচে একটি শহরের ছবি অ্যাড করেছি।আপনারা চাইলে ফেইসবুকের সাইজ অনুযায় নিচে আকট সেইপ নিয়ে তার উপর ছুবিটি ক্লিপিং মাস্ক করে দিতে পারেন।আমি তাই করেছি।




আখানে,মাঝে যে সাদা সেইপ টা আছে তার উপর একটি ছবি রেখে তাকে ক্লিপিং মাস্ক করে দেওয়া হয়ছে।যাতে সাদা সেইপ টির বাহিরে ছবিটির অংশ না দেখা যায়।




তারপর,ডান পাশে নিজের নাম এবং টাইটেল তার উপর নিজের সম্পর্কে কিছু টেক্স( যাতে আপনার গুরুত্ব পূর্ণ ইনফর্মেশন থাকে)




তারপর,বাম পাশে নিজের কোম্পানির নাম এবং লোগো। তার নিচে আপনার একটি ছবি থাকবে।




সর্বশেষ ডিজাইন টি এরকম দেখাবে।




এভাবে ই ফেইসবুক কভার ফটো বা  টাইমলাইন ডিজাইন করা হয়।যারা এইফেইসবুক কভার ফটো ডিজাইন করতে চান তারা উপরের সব গুলো নিয়ম ফলো করতে পারেন।

অথবা আমার এই কাজটির একটি টিউটোরিয়াল আছে আপনারা ফেইসবুক কভার ফটো বা  টাইমলাইন ডিজাইন টিউটোরিয়াল টি দেখলে আরো সহজে এই ডিজাইন টি করতে পারবেন,আমি আশা করি।


নিচে আমি আইডি কার্ড ডিজাইন টিউটোরিয়াল ভিডিও লিংক দিয়ে দিচ্ছি-






আশা করি আপনারা ফেইসবুক কভার ফটো বা  টাইমলাইন ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।


ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।