Monday, December 25, 2017

কিভাবে অ্যাডবি ফটোশপ দিয়ে একটি কোম্পানির জন্য ফ্লায়ার ডিজাইন করা যায়।( এসো ডিজাইন শিখি )


কিভাবে অ্যাডবি ফটোশপ দিয়ে একটি কোম্পানির জন্য ফ্লায়ার ডিজাইন করা যায়।
( এসো ডিজাইন শিখি )




হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

আজ আমি, কিভাবে অ্যাডবি ফটোশপ দিয়ে একটি কোম্পানির জন্য ফ্লায়ার ডিজাইন করা যায় তা নিয়ে আলোচনা করবো।এবং ফ্লায়ার কি? কিভাবে ডিজাইন করতে হয়? 







https://www.youtube.com/watch?v=2Vv57t5DORo&t=3s

Thursday, December 21, 2017

কিভাবে অনলাইন মার্কেটের জন্য একটি প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করা যায় অ্যাডবি ফটোশপ দিয়ে।(এসো ডিজাইন শিখি)

কিভাবে অনলাইন মার্কেটের জন্য একটি প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করা যায় অ্যাডবি ফটোশপ দিয়ে।
(এসো ডিজাইন শিখি)






হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

অ্যাডবি ফটোশপ দিয়ে  কিভাবে প্রফেশনাল বিজনেস কার্ড (Business Card) তৈরি যায় তা আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো।

বিজনেস কার্ড (BUSINESS CARD) কি?
বিজনেস কার্ড হচ্ছে নিজের বা ব্যক্তিগত একটি পরিচয় পত্র যাতে নিজেকে অন্যের কাছে সহজে পরিচয় করিয়ে দেয়া যায়।ধরুন আপনি কোন একটি কম্পানি বা কোন প্রতিঠানের কাজ করেন যা সাধারন মানুষ আপনাকে দেখে না ও ভুঝতে পারে তাই সহজে নিজেকে অন্যের নিকট পরিচইয়ের জন্য একধরনের  ইনফর্মেশন যুক্ত কার্ড  থাকে তাকে বিজনেস কার্ড বলে।  বিজনেস কার্ড  মূলত নিজের পরিচয় পত্র যা আনেকে ভিজিটিং কার্ড বলে।


বিজনেস কার্ডে কি কি ইনফর্মেশন থাকে?

উপরের বিজনেস কার্ড  (Business Card)  টি একটু খেয়াল করেন, এখানে বিজনেস কার্ডটিতে নিজের নাম, মোবাইল নাম্বার, ঠিকান,ওয়েভ সাইট, ইমেইল, ইত্যাদি এবং  কম্পানির লোগো এবং নাম।

বিজনেস কার্ডের সাইজ কত?

প্রথমে সাইজ নিয়ে কথা বলি বিজনেস কার্ড (Business Card) এর সাইজ হল ৩.৫"*২" ইঞ্চি
প্রস্ত ৩.৫ ইঞ্চি এবং উচ্চতা ২ ইঞ্চি হয়ে থাকে।


বিজনেস কার্ডের ব্লেড কি এবং সাইজ কত?

বিজনেস কার্ড প্রিন্ট করার পর যখন তা ৩.৫"*২" ইঞ্চি মাপে কাটা হয় তখন ৩.৫"*২" ইঞ্চি বাহিরে কিছু অংশ থাকে যা কেটে ফেলে দেয়া হয় ।যে অংশ টুকু ফেলে দেয়া হয় তাকে ব্লেড অংশ বলে।

ব্লেডের সাইজ-৩.৫"*২" ইঞ্চি এর সাথে.২৫"*.২৫" ইঞ্চি যোগ করতে হয় যা ৩.৭৫"*২.২৫" ইঞ্চি হয়।













আশা করি আপনারা বিজনেস কার্ড  (Business Card)  ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন ।
ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।