Sunday, January 28, 2018

কিভাবে অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য একটি লোগো ডিজাইন করা যায়।( এসো ডিজাইন শিখি )


কিভাবে অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য একটি লোগো ডিজাইন করা যায়।
( এসো ডিজাইন শিখি )


লোগো ডিজাইন
লোগো ডিজাইন
হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

আজ আমি, কিভাবে অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য একটি লোগো ডিজাইন করা যায় তা নিয়ে আলোচনা করবো।


লোগো  ডিজাইন কি?
লোগো হচ্ছে এক ধরনের গ্রাকিক্স সেম্বল (চিত্র) বা প্রতীক।যা কোন ব্যবসায়ক  প্রতিষ্ঠান বা বাণিজ্যিক সংস্থা এবং কোন কোম্পানি, সাহায্য-সহযোগিতার লক্ষ্যে নিজের পরিচিতি জনগণের কাছে তুলে ধরার মাধ্যম হচ্ছে লোগো। লোগো অর্থ হচ্ছে গ্রাফিক নক্সা বা প্রতীক কিংবা চিহ্নে  যা  প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের অংশবিশেষকে ফুটিয়ে তোলে ধরা হয়।


লোগো  ডিজাইন কি কি বিষয়ের উপর নির্ভর করে?

লোগো অর্থ হচ্ছে গ্রাফিক নক্সা বা প্রতীক কিংবা চিহ্নে  যা  প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের অংশবিশেষকে ফুটিয়ে তোলে ধরা হয়।
লোগো যেহেতু কোম্পানির পরিচিতি জনগণের কাছে তুলে ধরে এবং লোগো কোম্পানির ট্রেড মার্ক যা 


কিভাবে লোগো ডিজাইন করা যায়?


লোগো ডিজাইন সাইজ?

প্রথমে সাইজ নিয়ে কথা বলি, লোগো ডিজাইন করার ক্ষেত্রে কোন নির্দিস্ট সাইজ নেয়।আপনি আপনার মত করে সাইজ নিয়ে কাজ করবেন।
এবং কোন ধরনের লোগো ডিজাইন করছেন তার উপর নির্ভর করে লোগো সাইজ।

ডিজাইনঃ

তাহলে অ্যাডবি ইলেস্ট্রেটর ওপেন করি এবং একটি ডুটিউমেন্ট ওপেন করি।ডুটিউমেন্টি ওপেন করার পর তাতে একটি সাদা জায়গা আসবে যাকে আমরা ওয়ার্কিং স্পেস বলি অর্থাৎ কাজ করার জায়গা যাতে আপনি কাজ করার জন্য যা ইচ্ছে তাই করতে পারবেন।


লোগো ডিজাইন বাংলা টিউটোরিয়াল।









Previous Post
Next Post

About Author

0 comments: