Monday, January 8, 2018

কিভাবে একটি কোম্পানি জন্য প্রফেশনাল লোগো ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে।( এসো ডিজাইন শিখি )

কিভাবে একটি কোম্পানি জন্য প্রফেশনাল লোগো ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে।
( এসো ডিজাইন শিখি )



হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

আজ আমি, কিভাবে একটি কোম্পানি জন্য প্রফেশনাল লোগো ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে তা নিয়ে আলোচনা করবো।

লোগো (logo) কি?
লোগো হচ্ছে এক ধরনের গ্রাকিক্স সেম্বল (চিত্র) বা প্রতীক।যা কোন ব্যবসায়ক  প্রতিষ্ঠান বা বাণিজ্যিক সংস্থা এবং কোন কোম্পানি, সাহায্য-সহযোগিতার লক্ষ্যে নিজের পরিচিতি জনগণের কাছে তুলে ধরার মাধ্যম হচ্ছে লোগো। লোগো অর্থ হচ্ছে গ্রাফিক নক্সা বা প্রতীক কিংবা চিহ্নে  যা  প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের অংশবিশেষকে ফুটিয়ে তোলে ধরা হয়।

লোগো (logo) কি কি বিষয়ের উপর নির্ভর করে?

লোগো অর্থ হচ্ছে গ্রাফিক নক্সা বা প্রতীক কিংবা চিহ্নে  যা  প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের অংশবিশেষকে ফুটিয়ে তোলে ধরা হয়।
লোগো যেহেতু কোম্পানির পরিচিতি জনগণের কাছে তুলে ধরে এবং লোগো কোম্পানির ট্রেড মার্ক যা 

লোগো (logo) সাইজ কত?


প্রথমে সাইজ নিয়ে কথা বলি, লোগো ডিজাইন করার ক্ষেত্রে কোন নির্দিস্ট সাইজ নেয়।আপনি আপনার মত করে সাইজ নিয়ে কাজ করবেন।
এবং কোন ধরনের লোগো ডিজাইন করছেন তার উপর নির্ভর করে লোগো সাইজ।



ডিজাইন-

তাহলে অ্যাডবি ইলেস্ট্রেটর ওপেন করি এবং একটি ডুটিউমেন্ট ওপেন করি।ডুটিউমেন্টি ওপেন করার পর তাতে একটি সাদা জায়গা আসবে যাকে আমরা ওয়ার্কিং স্পেস বলি অর্থাৎ কাজ করার জায়গা যাতে আপনি কাজ করার জন্য যা ইচ্ছে তাই করতে পারবেন।

তারপর আমরা একটি গোল শেইপ নিব ।আপনি উপরের ছবিটা দেখে নিচের ছবি টা ফলো করেন।



তারপর,
এই গোল সেইপ টা কে পাঁচ টা  ভার্টিক্যাল লাইন দারা কেটে নিবেন শুধু মাত্র গোল সেইপের বাম পাশের অর্ধেক সাইট।
নিচের ছবিটা দেখে নিন-





তারপর গোল শেইপ এবং ভার্টক্যাল লাইন গুলো এক সাথে সেলেক করে  পাইথফাইন্ডার দ্বারা ডিভাইডেঢ করে নিবেন।তারপর আন-গ্রোপ করে নিতে হবে।




ছবিটা এরকম দেখাবে।তারপর লাল কালার যুক্ত লাইন গুলো ডিলেট করে ফেলুন




তারপর,রাইট সাইটের কাল কালারের সেইপ টার ফিল কালার অফ করে শুধু স্টুক কালার ব্যবহার করবেন।
তারপর গ্রেডিয়েন্ট তৈরি করে নিন আমি কালার কোড গুলি দিয়ে দিচ্ছি
#1D3657,# 17264D,#111139



এভাবে ই লোগো ডিজাইন  করা হয়।যারা এই লোগোটির মত কার্ড লোগো ডিজাইন করতে চান তারা উপরের সব গুলো নিয়ম ফলো করতে পারেন।

অথবা আমার এই কাজটির একটি টিউটোরিয়াল আছে আপনারা লোগো ডিজাইন টিউটোরিয়াল টি দেখলে আরো সহজে এই ডিজাইন টি করতে পারবেন,আমি আশা করি।

নিচে আমি আইডি কার্ড ডিজাইন টিউটোরিয়াল ভিডিও লিংক দিয়ে দিচ্ছি-










আশা করি আপনারা লোগো ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।






Previous Post
Next Post

About Author

1 comment:

  1. অনলাইন থেকে ইনকাম ব্লগিং করে এসইও করে ইনকাম সম্পর্কে জানতে নিচের লিংকে জান https://www.hilplife.xyz...

    ReplyDelete