Saturday, March 17, 2018

কিভাবে একটি স্ট্যান্ডার্ড ইনভেলাপ ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে।এসো ডিজাইন শিখি

এসো ডিজাইন শিখি

স্ট্যান্ডার্ড ইনভেলাপ ডিজাইন
স্ট্যান্ডার্ড ইনভেলাপ ডিজাইন 




হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে কিভাবে একটি স্ট্যান্ডার্ড চিঠির ইনভেলাপ ডিজাইন করা যায়, তা আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো।


চিঠির ইনভেলাপ (Envelop) কি?
চিঠির ইনভেলাপ হচ্ছে নিজের বা ব্যক্তিগত বা কোন প্রতিঠানের তথ্য প্রেরনের জন্য একটি  ঠিকানা যুক্ত কাগজের একটি অংশ থাকে যাকে চিঠির খাম বা চিঠির ইনভেলপ বলে। 
এক কথায় একটি তথ্য কে অন্য স্থানে প্রেরনের জন্য যে মাধ্যম কে ব্যবহার করে তথ্যটিকে প্রেরন করা হয় তাকে চিঠি খাম বা চিঠির ইনভেলপ  বলে।এখানে তথ্য বলতে চিঠি কে বুঝানো হয়েছে।

চিঠির ইনভেলাপ কি কি ইনফর্মেশন থাকে?

ইনভেলাপে ইনফর্মেশনের দুইটি পার্ট থাকে।যাকে বাংলায় বলা হয়-প্রেরক ও প্রাপক।যে চিঠি টি পাঠাচ্ছে তাকে প্রেরক  বলে এবং যে চিঠি টি পাবে তাকে প্রপক বলে।
যে চিঠি পাঠাবে তার ঠিকানা এক পাশে ও যে চিঠি পাবে তার ঠিকানা অন্য পাশে লেখা থাকে।দুই জনেরই একিই টাইপের ইনফর্মেশন থাকে অর্থাৎ যার যার ঠিকানা যার  যার সাইড । ঠিকানাই,নাম,গ্রাম,পোস্ট অফিস,থানা,জেলা ও মোবাইল নাম্বার।


চিঠির ইনভেলাপ (Envelop) সাইজ কত?

প্রথমে সাইজ নিয়ে কথা বলি ইনভেলপএর সাইজ হল ৯.৫"*৪.১২৫" ইঞ্চি
প্রস্ত ৯.৫ ইঞ্চি এবং উচ্চতা ৪.১২৫ ইঞ্চি হয়ে থাকে।

তবে এখানে ৩টি পার্ট থাকে,সামনের পার্ট,পিছনের পার্ট,ও উপরের ১" ইঞ্চি সাইজের পার্ট যা টেপ লাগানোর জন্য।

ইনভেলপ ডিজাইন

একদম নর্মাল একটি ডিজাইন ।শুধু খেয়াল করুন  আর সাইজ মত কাজ করুন।প্রথম ব্রেক পার্টির সাইজ ৯.৫"*৪.১২৫" ইঞ্চি এবং সামনের পার্টির সাইজ ৯.৫"*৪.১২৫" ইঞ্চি।



প্রথমে প্রস্ত ৯.৫ ইঞ্চি এবং উচ্চতা ৪.১২৫ ইঞ্চি একটি শেইপ নেই।যা নিচের পিকচার টিতে দেখুন...



প্রস্ত ৯.৫ ইঞ্চি এবং উচ্চতা ৪.১২৫ ইঞ্চি দিয়ে আরেক টি শেইপ নেই।





তারপর,প্রস্ত ৯.৫ ইঞ্চি এবং উচ্চতা ১ ইঞ্চি উপের টেপ শেইপ এবং প্রস্ত ১.৫ ইঞ্চি এবং উচ্চতা ৪.১২৫ ইঞ্চি লেফ ও রাইট সাইটের দুটি শেইপ নেয়া হল।
তারপর,তিনটি শেইপের কর্নার গুলো একটু ভিতরের দিক নিয়ে আসা হয়ছে।





তারপর,তিনটি শেইপের কর্নার গুলো একটু ভিতরের দিক নিয়ে আসার পর সব গুলো কর্নার কার্ভ করা হয়ছে। সাথে সাইজ গুলো দিয়ে দেখানো হয়ছে।






তারপর,ভিউটা দেখতে নিচের পিকচার টার মত দেখা যাবে।বেসেকেলি প্রতিটা ইনভেলাপ ডিজাইন প্রথমে এরকম দেখায়।



তারপর, ব্ল্যাংক ইনভেলাপে আপনার নিজের মনমত ডিজাইন করে নিতে পারেন।আমি আমার মত করে ডিজাইন করেছি।এতে এক সাইটে ডিজাইন ও ওপর পাশে কোম্পানির লোগো ও ঠিকানা থাকে।নিচে পিকচার টি লক্ষ্য করুন। 









এভাবে ই একটি স্ট্যান্ডার্ড ইনভেলাপ ডিজাইন করা হয়।যারা এই স্ট্যান্ডার্ড ইনভেলাপ এর মত স্ট্যান্ডার্ড ইনভেলাপ করতে চান তারা উপরের সব গুলো নিয়ম ফলো করতে পারেন।

অথবা আমার এই কাজটির একটি টিউটোরিয়াল আছে আপনারা একটি স্ট্যান্ডার্ড ইনভেলাপ ডিজাইন টিউটোরিয়াল টি দেখলে আরো সহজে এই ডিজাইন টি করতে পারবেন,আমি আশা করি।

নিচে আমি ডেক্স ক্যালেন্ডার ডিজাইন টিউটোরিয়াল ভিডিও লিংক দিয়ে দিচ্ছি-






আশা করি আপনারা চিঠির ইনভেলাপ ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

Saturday, March 10, 2018

কিভাবে একটি সুন্দর চিঠির ইনভেলাপ ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে। ( এসো ডিজাইন শিখি )

কিভাবে একটি সুন্দর চিঠির ইনভেলাপ ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে। 
( এসো ডিজাইন শিখি )




হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে কিভাবে একটি সুন্দর চিঠির ইনভেলাপ ডিজাইন করা যায়, তা আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো।
চিঠির ইনভেলাপ (Envelop) কি?
চিঠির ইনভেলাপ হচ্ছে নিজের বা ব্যক্তিগত বা কোন প্রতিঠানের তথ্য প্রেরনের জন্য একটি  ঠিকানা যুক্ত কাগজের একটি অংশ থাকে যাকে চিঠির খাম বা চিঠির ইনভেলপ বলে। 
এক কথায় একটি তথ্য কে অন্য স্থানে প্রেরনের জন্য যে মাধ্যম কে ব্যবহার করে তথ্যটিকে প্রেরন করা হয় তাকে চিঠি খাম বা চিঠির ইনভেলপ  বলে।এখানে তথ্য বলতে চিঠি কে বুঝানো হয়েছে।

চিঠির ইনভেলাপ কি কি ইনফর্মেশন থাকে?

ইনভেলাপে ইনফর্মেশনের দুইটি পার্ট থাকে।যাকে বাংলায় বলা হয়-প্রেরক ও প্রাপক।যে চিঠি টি পাঠাচ্ছে তাকে প্রেরক  বলে এবং যে চিঠি টি পাবে তাকে প্রপক বলে।
যে চিঠি পাঠাবে তার ঠিকানা এক পাশে ও যে চিঠি পাবে তার ঠিকানা অন্য পাশে লেখা থাকে।দুই জনেরই একিই টাইপের ইনফর্মেশন থাকে অর্থাৎ যার যার ঠিকানা যার  যার সাইড । ঠিকানাই,নাম,গ্রাম,পোস্ট অফিস,থানা,জেলা ও মোবাইল নাম্বার।


চিঠির ইনভেলাপ (Envelop) সাইজ কত?

প্রথমে সাইজ নিয়ে কথা বলি ইনভেলপএর সাইজ হল ৯.৫"*৪.১২৫" ইঞ্চি
প্রস্ত ৯.৫ ইঞ্চি এবং উচ্চতা ৪.১২৫ ইঞ্চি হয়ে থাকে।

তবে এখানে ৩টি পার্ট থাকে,সামনের পার্ট,পিছনের পার্ট,ও উপরের ১" ইঞ্চি সাইজের পার্ট যা টেপ লাগানোর জন্য।




উপরের পিকচার টিতে-৩টি পার্ট দেখানো হল।
পিছনের পার্টি তে টেপ পার্ট টি আঠা লাগানো হয়।আর সামনের পার্টি তে ইনফর্মেশন যুক্ত করা হয়।এখানে এক পাশে ইনফর্মেশন দেখানো হয়েছে।এই ইনফর্মেশন টি হছে যে চিঠি টি পাবে তার।যদি এক পাশে ইনফর্মেশন দেখা যায় তাহলে বুঝতে হবে এটা প্রাপকের ঠিকানা।



ইনভেলপ ডিজাইন

একদম নর্মাল একটি ডিজাইন ।শুধু খেয়াল করুন  আর সাইজ মত কাজ করুন।প্রথম ব্রেক পার্টির সাইজ৯.৫"*৪.১২৫" ইঞ্চি এবং সামনের পার্টির সাইজ ৯.৫"*৪.১২৫" ইঞ্চি।
টেপ পার্টি ১*৪.১২৫ ইঞ্চি এবং দুই পাশে ৯.৫*১ ইঞ্চি মাপের সাইজ নিয়ে সব গুলো যোগ করে দেন ।দেখবেন আপনার চিঠির খাম অথবা চিঠির ইনভেলপ ডিজাইন তৈরি হয়ে গেছে।




এভাবে ই চিঠির ইনভেলাপ তৈরি করা হয়।যারা এই চিঠির ইনভেলাপ মত চিঠির ইনভেলাপ ডিজাইন করতে চান তারা উপরের সব গুলো নিয়ম ফলো করতে পারেন।

অথবা আমার এই কাজটির একটি টিউটোরিয়াল আছে আপনারা চিঠির ইনভেলাপ ডিজাইন টিউটোরিয়াল টি দেখলে আরো সহজে এই ডিজাইন টি করতে পারবেন,আমি আশা করি।নিচে আমি ভ ডিজাইন টিউটোরিয়াল ভিডিও লিংক দিয়ে দিচ্ছি-







আশা করি আপনারা চিঠির ইনভেলাপ ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।
ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।


Thursday, March 8, 2018

কিভাবে একটি প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করা যায় অ্যাডবি ফটোশপ দিয়ে।(এসো ডিজাইন শিখি)

অ্যাডবি ফটোশপ দিয়ে  কিভাবে প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি যায়।
( এসো ডিজাইন শিখি )


হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

অ্যাডবি ফটোশপ দিয়ে  কিভাবে প্রফেশনাল বিজনেস কার্ড (Business Card) তৈরি যায় তা আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো।

বিজনেস কার্ড (BUSINESS CARD) কি?
BUSINESS CARD হচ্ছে নিজের বা ব্যক্তিগত একটি পরিচয় পত্র যাতে নিজেকে অন্যের কাছে সহজে পরিচয় করিয়ে দেয়া যায়।ধরুন আপনি কোন একটি কম্পানি বা কোন প্রতিঠানের কাজ করেন যা সাধারন মানুষ আপনাকে দেখে না ও ভুঝতে পারে তাই সহজে নিজেকে অন্যের নিকট পরিচইয়ের জন্য একধরনের  ইনফর্মেশন যুক্ত কার্ড  থাকে তাকে বিজনেস কার্ড (BUSINESS CARD) বলে। আইডি কার্ড(BUSINESS CARD)  মূলত নিজের পরিচয় পত্র যা আনেকে ভিজিটিং কার্ড বলে।


বিজনেস কার্ডে কি কি ইনফর্মেশন থাকে?

উপরের বিজনেস কার্ড (BUSINESS CARD)  টি একটু খেয়াল করেন, এখানে বিজনেস কার্ডটিতে নিজের নাম, মোবাইল নাম্বার, ঠিকান,ওয়েভ সাইট, ইমেইল, ইত্যাদি এবং  কম্পানির লোগো এবং নাম।

বিজনেস কার্ডের সাইজ কত?


প্রথমে সাইজ নিয়ে কথা বলি বিজনেস কার্ড (BUSINESS  CARD) এর সাইজ হল ৩.৫"*২" ইঞ্চি
প্রস্ত ৩.৫ ইঞ্চি এবং উচ্চতা ২ ইঞ্চি হয়ে থাকে।


বিজনেস কার্ডের ব্লেড কি এবং সাইজ কত?

বিজনেস কার্ড প্রিন্ট করার পর যখন তা ৩.৫"*২" ইঞ্চি মাপে কাটা হয় তখন ৩.৫"*২" ইঞ্চি বাহিরে কিছু অংশ থাকে যা কেটে ফেলে দেয়া হয় ।যে অংশ টুকু ফেলে দেয়া হয় তাকে ব্লেড অংশ বলে।

ব্লেডের সাইজ-৩.৫"*২" ইঞ্চি এর সাথে.২৫"*.২৫" ইঞ্চি যোগ করতে হয় যা ৩.৭৫"*২.২৫" ইঞ্চি হয়।




আশা করি আপনারা বিজনেস কার্ড(ID CARD) ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন ।
ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।