এসো ডিজাইন শিখি
স্ট্যান্ডার্ড ইনভেলাপ ডিজাইন |
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন,আশা করি ভাল।অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে কিভাবে একটি স্ট্যান্ডার্ড চিঠির ইনভেলাপ ডিজাইন করা যায়, তা আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো।
চিঠির ইনভেলাপ (Envelop) কি?
চিঠির ইনভেলাপ হচ্ছে নিজের বা ব্যক্তিগত বা কোন প্রতিঠানের তথ্য প্রেরনের জন্য একটি ঠিকানা যুক্ত কাগজের একটি অংশ থাকে যাকে চিঠির খাম বা চিঠির ইনভেলপ বলে।
এক কথায় একটি তথ্য কে অন্য স্থানে প্রেরনের জন্য যে মাধ্যম কে ব্যবহার করে তথ্যটিকে প্রেরন করা হয় তাকে চিঠি খাম বা চিঠির ইনভেলপ বলে।এখানে তথ্য বলতে চিঠি কে বুঝানো হয়েছে।
চিঠির ইনভেলাপ কি কি ইনফর্মেশন থাকে?
চিঠির ইনভেলাপ কি কি ইনফর্মেশন থাকে?
ইনভেলাপে ইনফর্মেশনের দুইটি পার্ট থাকে।যাকে বাংলায় বলা হয়-প্রেরক ও প্রাপক।যে চিঠি টি পাঠাচ্ছে তাকে প্রেরক বলে এবং যে চিঠি টি পাবে তাকে প্রপক বলে।
যে চিঠি পাঠাবে তার ঠিকানা এক পাশে ও যে চিঠি পাবে তার ঠিকানা অন্য পাশে লেখা থাকে।দুই জনেরই একিই টাইপের ইনফর্মেশন থাকে অর্থাৎ যার যার ঠিকানা যার যার সাইড । ঠিকানাই,নাম,গ্রাম,পোস্ট অফিস,থানা,জেলা ও মোবাইল নাম্বার।
চিঠির ইনভেলাপ (Envelop) সাইজ কত?
প্রথমে সাইজ নিয়ে কথা বলি ইনভেলপএর সাইজ হল ৯.৫"*৪.১২৫" ইঞ্চি
প্রস্ত ৯.৫ ইঞ্চি এবং উচ্চতা ৪.১২৫ ইঞ্চি হয়ে থাকে।
তবে এখানে ৩টি পার্ট থাকে,সামনের পার্ট,পিছনের পার্ট,ও উপরের ১" ইঞ্চি সাইজের পার্ট যা টেপ লাগানোর জন্য।
ইনভেলপ ডিজাইন
একদম নর্মাল একটি ডিজাইন ।শুধু খেয়াল করুন আর সাইজ মত কাজ করুন।প্রথম ব্রেক পার্টির সাইজ ৯.৫"*৪.১২৫" ইঞ্চি এবং সামনের পার্টির সাইজ ৯.৫"*৪.১২৫" ইঞ্চি।
প্রথমে প্রস্ত ৯.৫ ইঞ্চি এবং উচ্চতা ৪.১২৫ ইঞ্চি একটি শেইপ নেই।যা নিচের পিকচার টিতে দেখুন...
প্রস্ত ৯.৫ ইঞ্চি এবং উচ্চতা ৪.১২৫ ইঞ্চি দিয়ে আরেক টি শেইপ নেই।
তারপর,প্রস্ত ৯.৫ ইঞ্চি এবং উচ্চতা ১ ইঞ্চি উপের টেপ শেইপ এবং প্রস্ত ১.৫ ইঞ্চি এবং উচ্চতা ৪.১২৫ ইঞ্চি লেফ ও রাইট সাইটের দুটি শেইপ নেয়া হল।
তারপর,তিনটি শেইপের কর্নার গুলো একটু ভিতরের দিক নিয়ে আসা হয়ছে।
তারপর,তিনটি শেইপের কর্নার গুলো একটু ভিতরের দিক নিয়ে আসার পর সব গুলো কর্নার কার্ভ করা হয়ছে। সাথে সাইজ গুলো দিয়ে দেখানো হয়ছে।
তারপর,ভিউটা দেখতে নিচের পিকচার টার মত দেখা যাবে।বেসেকেলি প্রতিটা ইনভেলাপ ডিজাইন প্রথমে এরকম দেখায়।
তারপর, ব্ল্যাংক ইনভেলাপে আপনার নিজের মনমত ডিজাইন করে নিতে পারেন।আমি আমার মত করে ডিজাইন করেছি।এতে এক সাইটে ডিজাইন ও ওপর পাশে কোম্পানির লোগো ও ঠিকানা থাকে।নিচে পিকচার টি লক্ষ্য করুন।
এভাবে ই একটি স্ট্যান্ডার্ড ইনভেলাপ ডিজাইন করা হয়।যারা এই স্ট্যান্ডার্ড ইনভেলাপ এর মত স্ট্যান্ডার্ড ইনভেলাপ করতে চান তারা উপরের সব গুলো নিয়ম ফলো করতে পারেন।
অথবা আমার এই কাজটির একটি টিউটোরিয়াল আছে আপনারা একটি স্ট্যান্ডার্ড ইনভেলাপ ডিজাইন টিউটোরিয়াল টি দেখলে আরো সহজে এই ডিজাইন টি করতে পারবেন,আমি আশা করি।
নিচে আমি ডেক্স ক্যালেন্ডার ডিজাইন টিউটোরিয়াল ভিডিও লিংক দিয়ে দিচ্ছি-
আশা করি আপনারা চিঠির ইনভেলাপ ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।
ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।
অনলাইন থেকে ইনকাম ব্লগিং করে এসইও করে ইনকাম সম্পর্কে জানতে নিচের লিংকে জান https://www.hilplife.xyz...
ReplyDelete