Thursday, April 19, 2018

অ্যাডবি ফটোশপ লেয়ার টুল এবং টাইপ টুলের শর্টকার্ট বাংলা ।পার্ট-৩

 অ্যাডবি ফটোশপ লেয়ার টুল এবং টাইপ টুলের শর্টকার্ট বাংলা


 অ্যাডবি ফটোশপ লেয়ার টুল এবং টাইপ টুলের শর্টকার্ট
 অ্যাডবি ফটোশপ লেয়ার টুল এবং টাইপ টুলের শর্টকার্ট 


ফটোশপ লেয়ার শর্টকাট

নতুন লেয়ার= Ctrl–Shift–N
লেয়ার সিলেক্ট = Ctrl–click layers মাউস দ্বারা লেয়ারের উপর ক্লিক
এক সাথে অনেক লেয়ার সিলেক্ট করতে= shift+সর্বশেষ লেয়ার ক্লিক
ডিলেট লেয়ার= leyar tool bar+Delete layer
লেয়ার মাস্কিং= Alt–click layer mask icon


টাইপ টুল শর্টকাট

  1. টেক্সট টুল=T
  2. টেক্স সাইজ (Increase/Decrease) লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ১ পিক্সেল Ctrl–Shift–> or <
  3. টেক্স সাইজ (Increase/Decrease) লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ৫ পিক্সেল = Ctrl–Shift–Alt–> or <
  4. টেক্স টুল(Increase/Decrease) kerning/tracking Alt–Right/Left Arrow
  5. টেক্স আলাইন ( left/center/right)=  Ctrl–Shift–L/C/R




Monday, April 9, 2018

গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অ্যাডবি ফটোশপের সিলেকশন টুলের শর্টকার্ট যা আপনার জন্য খুবই গুরুত্ব পূর্ণ।এসো ডিজাইন শিখি

ফটোশপের সিলেকশন টুলের শর্টকার্টঃ

ফটোশপের সিলেকশন টুলের শর্টকার্টঃ
ফটোশপের সিলেকশন টুলের শর্টকার্ট


ফটোশপের সিলেকশন টুলের শর্টকার্টঃ(পার্ট-২)

সিলেকশন টুল ৪ প্রকার-

1.      Rectangular marquee  tool
2.      Elliptical marquee  tool
3.      Single Row Marquee tool
4.      Single colum marquee tool

সিলেকশন মোডঃ

v  New selection
v  Add  to selection  > Shift
v  Subtract form selection  > Alt
v  Intersect with selection  > Shift–Alt

সিলেকশন স্টাইল প্রকারঃ
1.      Normal
2.      Fixed Ratio
3.      Fixed Size

সিলেকশন শর্টকার্ট টুলঃ

সিলেকশন থাকা অবস্থায় সিলেকশন টিকে মোভ করার জন্য >মোভ টুল সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন চেপে মোভ করতে হয়।
ডিসিলেকশন করতে > Ctrl+D
রিসিলেকশন করতে > Shit+Ctrl+D
ফেদার সিলেকশন > Shift+F6
সেন্টার থেকে সিলেকশন হবে > Alt–drag selection
সিলেকশন কে ট্রান্সফর্ম করতে > Select tool+Transform selection

Sunday, April 8, 2018

গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অ্যাডবি ফটোশপের কিছু শর্টকার্ট যা আপনার জন্য খুবই গুরুত্ব পূর্ণ।এসো ডিজাইন শিখি

অ্যাডবি ফটোশপের কিছু শর্টকার্ট যা আপনার জন্য খুবই গুরুত্ব পূর্ণ।
ফটোশপের কিছু শর্টকার্ট
ফটোশপ শর্টকার্ট

অ্যাডবি ফটোশপের কিছু শর্টকার্ট ঃ(পার্ট-১)

নিউ ডুকুমেন্ট >   (Ctrl+N)
ওপেন > (Ctrl+O)
ডিফল্ট ফটোশপ সাইজ >   7in*5in Resulation-72 /  RGB
ইলেক্ট্রনিক্স মীডিয়ার জন্য >   Resulation-72 /    RGB
প্রিন্ট মিডিয়ার জন্য >   Resulation-300  /   CMYK
 কালার মোড ৫ ধরনের  > 
  1. Bitmap
  2. Grayscle
  3. RGB
  4. CMYK
  5. Lab

ফটোশপ বিট ২ ধরনের >   bit 8bit, 32bit
ফটোশপের উনিক মোড ৭ প্রকার। 
  • Pixle
  • Inches
  • Centimeter
  • Milimeter
  • Point
  • Columns

ফটোশপে ২ ভাবে কালার আপলাই করা যায়। 
  1. Forground color=Alt+Delate/ backspace
  2. Background color=Ctrl+Delate/backspace

Zoom-in=Ctrl+(+)
Zoom-out=Ctrl+(-)
100% zoom=Ctrl+1
Screen Zoom=Ctrl+(0)


Wednesday, April 4, 2018

UI/UX ডিজাইন দ্বারা কিভাবে মোবাইলের অ্যাপ স্ক্রিন ডিজাইন করা যায় অ্যাডবি ফটোশপ দিয়ে | এসো ডিজাইন শিখি

UI/UX  ডিজাইন দ্বারা  মোবাইলের অ্যাপ স্ক্রিন ডিজাইন
UI/UX  ডিজাইন, UI ডিজাইন,UX  ডিজাইন
UI/UX  ডিজাইন, UI ডিজাইন,UX  ডিজাইন
UI/UX ভিডিও

UI ডিজাইন কি?

UI  অর্থাৎ U= User এবং I=Interface তাহলে UI হচ্ছে User Interface.

এককথা,UI হচ্ছে  User Interface  ইউজার ইন্টারফেস যা কোন বস্তুর অবয়ব বা চেহারা!  অর্থাৎ কোন একটি ডিজাইনের যা প্রথম যে অভয়ব বা চেহারা নিয়ে আপনার সামনে আসে তাকে বলে UI ডিজাইন বা User Interface  ইউজার ইন্টারফেস বলে।




একেক মোবাইলের স্ক্রিন আর সাইজ একেক রকম হয়ে থাকে।যেমন নকিয়া স্মার্ট মোবাইলের সাইজ এবং আই-ফোনের  সাইজ এক না।আবার সেমসাং মোবাইলের সাইজ এবং হুয়াই মোবাইলের সাইজ এক রকম না।

আমি যে মোবাইল স্ক্রিন ডিজাইন করছি তার সাইজ হলঃ
১১২৫ পিক্সেল*২৪৩৬পিক্সেল
রেজুলেশন হচ্ছে ৭২ ও কালার মোড হচ্ছে RGB

ডিজাইনঃ

প্রথমে ফটোশপ ডুমুমেন্ট ওপেন করি (ctrl+N) দিয়ে।যা দেখতে একটু লম্বা সেইপের মত দেখতে লাগবে।




মোবাইলের ডিসপ্লে গুলো মোটা মোটি একটু লম্বা সেইপের মতই লাগে।কারনে আমদের মোবাইল দিসপ্লে গুলো লম্বা ভাবে ডিজাইন করা হয়।ডুকুমেন্টের মাঝ বরাবর একটি রেক্ট্যাংগল সেইপ নিয়ে লেয়ার স্তাইল থেকে গ্রেডিউয়ান্ট ব্যবহার করতে হবে।যা আমি নিচে দেখিয়ে দিয়েছি।




তারপর,আমাদের ভাবতে হবে,মোবাইলে স্ক্রিন ডিজাইন করার ক্ষেত্রে কি কি বিষয় রাখতে হয়।প্রথমে ডান পাশে পিকচার ও বাম পাশে ডাইলগ Taxt থাকতে পারে।আপনারা ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারেন।





তারপর,লোগো টি আপনি স্ক্রিনের উপরে ঠিক মাঝ বরাবর রাখতে হবে।যা আপনার মোবাইল স্ক্রিনটি দেখতে ভাল লাগবে।যা নিচের পিকচার টি লক্ষ্য করলে দেখতে পারবেন।




তারপর,স্ক্রিনের নিচে কিছু এরর চিহ্ন থাকতে পারে।যা আপনার স্ক্রিন টি পর ডান ও বামে দিকে যাবে এইরকম বুঝাতে হবে।যা নিচের পিকচার টি লক্ষ করুন।এবং next or skip লেখা দিতে পারেন।



তারপর,সর্বশেষ সবার উপর একটি ১১২৫*২৪৩৬ সাইজ নিয়ে রেক্ট্যাংগল সেইপ নিতে হবে এবং কালার হবে কাল।অপাসিটি হবে ১২% ।
সর্বশেষ দিজাইনটি একটি মোবাইল মোকাপ ব্যবহার করে তা প্রেজেন্ট করতে হবে।যাতে ক্লাইন্ট খুশি হয়।


UI/UX  ডিজাইন, UI ডিজাইন,UX  ডিজাইন
UI/UX  ডিজাইন, UI ডিজাইন,UX  ডিজাইন


এভাবে ই একটি সুন্দর মোবাইলের অ্যাপ স্ক্রিন ডিজাইন তৈরি করা হয়।যারা এই মোবাইলের অ্যাপ স্ক্রিন ডিজাইন টির মত অ্যাপ স্ক্রিন ডিজাইন করতে চান তারা উপরের সব গুলো নিয়ম ফলো করতে পারেন।



অথবা আমার এই কাজটির একটি টিউটোরিয়াল আছে আপনারা  সুন্দর মোবাইলের অ্যাপ স্ক্রিন ডিজাইন টিউটোরিয়াল টি দেখলে আরো সহজে এই ডিজাইন টি করতে পারবেন,আমি আশা করি।






আশা করি আপনারা  মোবাইলের অ্যাপ স্ক্রিন ডিজাইন ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

Monday, April 2, 2018

আর্জেন্ট গ্রাফিক্স ডিজাইনার প্রয়োজন যোগাযোগ করুন।




Graphic Designer

zihadgroup



পদ সংখ্যাঃ
15

Job Context
We are looking for 15 energetic software Engineer. The management team is based in the USA.
Job Description / Responsibility
Developing Core Software Product, the country's future leading Groupon Competitor

জব টাইম
Full-time

পড়াশুনা

B.Sc in CSE in Any Foreign/Local Private/Public University

জবের জন্য যা যা লাগবে

Age At most 24 year(s)

Only males are allowed to apply.
The Applicant must have proficiency in any of the following skills listed Below
Excellent knowledge of Java
Excellent knowledge of Object Oriented Programming
Excellent knowledge of Swift or Objective C
Excellent Github portfolio
Excellent knowledge of Linux
Excellent proficiency in C#
Applicant must have very low knowledge of PHP. 

সেলারি রেঞ্জ
Tk. 8000 - 25000

জব লোকেশন

Zihad It
House#465,Road #31,
Mohakali DOHS,
Dhaka-1206.
House#465,Road #31,
Mohakali DOHS,
Dhaka-1206.

যারা জবটি তে আবেদন করবেন তারা এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন।



Sunday, April 1, 2018

আপ-ওয়ার্ক কি?,কিভাবে আকাউন্ট করতে হয়? কিভাবে আপ-ওয়ার্ক কাজ করতে হয়?



আপ-ওয়ার্ক কি?,কিভাবে আকাউন্ট করতে হয়? কিভাবে আপ-ওয়ার্ক কাজ করতে হয়?


আপ-ওয়ার্ক কি?

আপ-ওয়ার্ক কি হচ্ছে অনলাইন মার্কেট প্লেস ,যেখানে ফ্রিল্যান্সাররা কাজ করে হাজার ডলার আয় করে থানে।এটি সবচেয়ে জনপ্রিয় একটি মার্কেট প্লেস।


আপ-ওয়ার্কে কিভাবে কাজ করতে হয়?

এই মার্কেট প্লেসে সব কাজ হয় শুধু বিট করে তাই এই মার্কেট প্লেসে প্রতিযোগিতা আনেক বেশি।আপনি এখানে আকাউন্ট করার পর,আপনাকে নিজে প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে হবে।আর আপ-ওয়ার্ক সর্বপ্রথম অনলাইন মার্কেট প্লেস।


আপ-ওয়ার্কে কিভাবে আকাউন্ট করতে হয়?


প্রথমে  https://www.upwork.com/এই সাইটে ডুকে সাইন ইন করার অপশন আসবে তার নিচে সাইন আপ অপশন টি পাবেন।

আপনি এই মার্কেট প্লেসে আকাউন্ট করতে আপনাকে কিছু গুরুত্বপূর্ন জিনিস সাথে রাখতে হবে।
১/ ছবি
২/মোবাইল নাম্বার
৩/জাতীত পরিচয় পত্র
৪/ভেরিফাইড ইমেল

মোটামোটি এই জিনিস সাথে রাখতে হবে।

৯৯ডিজাইন ডট কম? কিভাবে ৯৯ডিজাইন ডট কম আকাউন্ট করবেন।কিভাবে কাজ করবেন ৯৯ডিজাইন ডট কমে।





৯৯ডিজাইন ডট কম কি? (99designs)

99designs হচ্ছে অনলাইন মার্কেট প্লেস ,যেখানে ফ্রিল্যান্সাররা কন্ট্রেটে অংশগ্রহন করে আয় করে থানে।এটি অনেক জনপ্রিয় একটি মার্কেট প্লেস।


৯৯ডিজাইন ডট কমে কিভাবে কাজ করতে হয়?

এই মার্কেট প্লেসে সব কাজই হয প্রতিযোগিতা মূলকা ()।আপনি এখানে আকাউন্ট করার পর,আপনাকে নিজে প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে হবে।আর এখানকার সব কাজের প্রাইজ অন্য অন্য মার্কেট প্লেস থেকে অনেক বেশি।তাই কাজের মান ও আনেক ভাল হতে হয়।


৯৯ডিজাইন ডট কমে কিভাবে আকাউন্ট করতে হয়?


প্রথমে  https://99designs.com/login এই সাইটে ডুকে সাইন ইন করার অপশন আসবে তার নিচে সাইন আপ অপশন টি পাবেন।

আপনি এই মার্কেট প্লেসে আকাউন্ট করতে আপনাকে কিছু গুরুত্বপূর্ন জিনিস সাথে রাখতে হবে।
১/ ছবি
২/মোবাইল নাম্বার
৩/জাতীত পরিচয় পত্র
৪/ভেরিফাইড ইমেল

মোটামোটি এই জিনিস সাথে রাখতে হবে।