Sunday, January 28, 2018

কিভাবে অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য একটি লোগো ডিজাইন করা যায়।( এসো ডিজাইন শিখি )


কিভাবে অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য একটি লোগো ডিজাইন করা যায়।
( এসো ডিজাইন শিখি )


লোগো ডিজাইন
লোগো ডিজাইন
হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

আজ আমি, কিভাবে অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য একটি লোগো ডিজাইন করা যায় তা নিয়ে আলোচনা করবো।


লোগো  ডিজাইন কি?
লোগো হচ্ছে এক ধরনের গ্রাকিক্স সেম্বল (চিত্র) বা প্রতীক।যা কোন ব্যবসায়ক  প্রতিষ্ঠান বা বাণিজ্যিক সংস্থা এবং কোন কোম্পানি, সাহায্য-সহযোগিতার লক্ষ্যে নিজের পরিচিতি জনগণের কাছে তুলে ধরার মাধ্যম হচ্ছে লোগো। লোগো অর্থ হচ্ছে গ্রাফিক নক্সা বা প্রতীক কিংবা চিহ্নে  যা  প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের অংশবিশেষকে ফুটিয়ে তোলে ধরা হয়।


লোগো  ডিজাইন কি কি বিষয়ের উপর নির্ভর করে?

লোগো অর্থ হচ্ছে গ্রাফিক নক্সা বা প্রতীক কিংবা চিহ্নে  যা  প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের অংশবিশেষকে ফুটিয়ে তোলে ধরা হয়।
লোগো যেহেতু কোম্পানির পরিচিতি জনগণের কাছে তুলে ধরে এবং লোগো কোম্পানির ট্রেড মার্ক যা 


কিভাবে লোগো ডিজাইন করা যায়?


লোগো ডিজাইন সাইজ?

প্রথমে সাইজ নিয়ে কথা বলি, লোগো ডিজাইন করার ক্ষেত্রে কোন নির্দিস্ট সাইজ নেয়।আপনি আপনার মত করে সাইজ নিয়ে কাজ করবেন।
এবং কোন ধরনের লোগো ডিজাইন করছেন তার উপর নির্ভর করে লোগো সাইজ।

ডিজাইনঃ

তাহলে অ্যাডবি ইলেস্ট্রেটর ওপেন করি এবং একটি ডুটিউমেন্ট ওপেন করি।ডুটিউমেন্টি ওপেন করার পর তাতে একটি সাদা জায়গা আসবে যাকে আমরা ওয়ার্কিং স্পেস বলি অর্থাৎ কাজ করার জায়গা যাতে আপনি কাজ করার জন্য যা ইচ্ছে তাই করতে পারবেন।


লোগো ডিজাইন বাংলা টিউটোরিয়াল।









Thursday, January 11, 2018

অ্যাডবি ফটোশপ দিয়ে কিভাবে একটি আইডি কার্ড ID CARD ডিজাইন করা যায়।(এসো ডিজাইন শিখি)





হ্যালো বন্ধুরা
আশা করছি ভালো আছেন
আজ আমি আইডি কার্ড (ID CARD) কিভাবে অ্যাডবি ফটোশপের মাধ্যমে ডিজাইন করতে হয় তা আপনাদের কে বলবো।



আইডি কার্ড (ID CARD) কি?
 ID CARD হচ্ছে কোন একটি কম্পানি বা কোন প্রতিঠানের কর্মিদের সহজে পরিচইয়ের জন্য একধরনের  ইনফর্মেশন যুক্ত কার্ড  দেওয়া হয় তাকে আইডি কার্ড(ID CARD) বলে। আইডি কার্ড(ID CARD)  মূলত কোন কম্পানির পরিচয় পত্র।


 আইডি কার্ডে কি কি ইনফর্মেশন থাকে?

উপরের আইডি কার্ড(ID CARD)  টি একটু খেয়াল করেন, এখানে আইডি কার্ডটিতে নিজের নাম, মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ, ইমেইল,কার্ডটির মেয়াদ, ইত্যাদি এবং নিচে কম্পানির লোগো এবং নাম।

 আইডি কার্ডের সাইজ কত?



প্রথমে সাইজ নিয়ে কথা বলি আইডি কার্ড(ID CARD) এর সাইজ হল ৬০০*৯৭৫

প্রস্ত ৬০০পিক্সেল এবং উচ্চতা ৯৭৫ পিক্সেল হয়ে থাকে।






উপরের সাইজ দিয়ে একটি অ্যাডবি ইলেস্ট্রেটর সাহায্যে  ডুকমেন্ট তৈরি করি ।প্রথমে  file-new=new ducoment (ctrl+n) নিউ ডুকুমেন্ট  ওপেন হবে।যা দেখতে নিচের পিকটির মত।





উপরের একটি ব্যাকগ্রাউন্ড কালার নেয় যার কোড 0b1b27  এবং ৬টি সেইপ নেয় হয়ছে হুলুদ কালারের যার কোড ffce0c  এবং প্রতিটি শেইপ ৪৫ ডিগ্রি আঙ্গেলে ডিজাইন করা হয়ছে।আপনারা আপনাদের মত করে আঙ্গেলে ডিজাইন করবেন।
এবং পিকচার টা একটি স্কয়ার শেইপের উপর ক্লিপিং মাস্ক করা হয়েছে।তাতে স্টক হলুদ  কালার ব্যবহার করা হয়েছে।







তারপর,আইডি কার্ড এর নিয়ম অনুযাই,যার জন্য কার্ড তৈরি করা হচ্ছে তার নাম ও  ঠিকানা বা তার কনটাক্ট ইনফর্মেশন ব্যবহার করতে হয়।যার সাথে কিছু আইকন ব্যবহার না করে একটি হরিযেন্টাল শেইপের উপর ইনফর্মেশন নাম ব্যবহার করা করেছি।




অথবা আমার এই কাজটির একটি টিউটোরিয়াল আছে আপনারা আইডি কার্ড ডিজাইন টিউটোরিয়াল তা দেখলে আরো সহজে এই ডিজাইন টি করতে পারবেন,আমি আশা করি।

নিচে আমি আইডি কার্ড ডিজাইন টিউটোরিয়াল ভিডিও লিংক দিয়ে দিচ্ছি-










আশা করি আপনারা আইডি কার্ড(ID CARD) ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।





Tuesday, January 9, 2018

কিভাবে অ্যাডবি ফটোশপ দিয়ে একটি ইমেজ বা ছবি কে ডিজিটাল প্রিন্ট ইফেক্ট দেয়া যায়।(এসো ডিজাইন শিখি)

কিভাবে অ্যাডবি ফটোশপ দিয়ে একটি ইমেজ বা ছবি কে ডিজিটাল প্রিন্ট ইফেক্ট দেয়া যায়।
(এসো ডিজাইন শিখি)



হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

কিভাবে অ্যাডবি ফটোশপ দিয়ে একটি ইমেজ বা ছবি কে ডিজিটাল প্রিন্ট ইফেক্ট দেয়া যায়। তা আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো।


ডিজিটাল প্রিন্ট ইফেক্ট কি?
কোন একটি ছবি বা ইমেজ কে ডিজিটাল এফেক্ট বা একটু প্রিন্টিং টাইপ ভাবে তৈরি করার নাম ই হচ্ছে ডিজিটাল প্রিন্ট এফেক্ট।



আনেক গুলো ধাপে এই ডিজিটাল প্রিন্ট এফেক্ট দেয়া হয়-





Details:

.........................................................................................................

Rule:1 At first Open up your photoshop software &  selected image in Photoshop.



Rule:2 Duplicate background layer.



Rule:3 Go to toolbar select image tool and go to adjustments and subtly increase shadows and highlights



Rule:4 Again go to adjustments and increase contrast.



Rule:5 Duplicate current layers.



Rule:6 Go to filter tool & go to other tool and apply high pass filter with a radius of 5 pixels. Then click ok.



Rule:7 Change the blending mode of this High Pass layer to overlay.



Rule:8 Now merge the High Pass layer (ctrl+E), with the background copy below it.



Rule:9 Go to filter and select sharpen.Sharpen the current layer.



Rule:10 These sharp areas will help create detailed brush strokes, especially on the hairs.



Rule:11 Go to Filter - Stylize -  Diffuse.



Rule:11 Go to filter -stylize- Diffuse, Change the Diffuse mode to Anisotropic. This gives the image that cool brushed sketchy appearance.



Rule:12 Go to filter-noise-reduce noise, now add reduce noise filter to the current layer.



Rule:13 Go to Filter - Sharpen - Smart Sharpen to bring out some of the details.



Rule:14 Go to filter-noise-reduce noise and Again add reduce noise filter to the current layer.



Rule:15 Change the layer name to painting & duplicate painting layer



Rule:16 Go to Image - Image Rotation - Select 90 degree Clockwise & Now apply Diffuse filter.



Rule:17 Rotate the image by 90 degrees again, then apply another Diffuse filter & Repeat this step for the third time.



Rule:18 Then rotate the image for a final time to place it the right way up.



Rule:19 Now the effect looks like brushed effect but it was blurred slightly.



Rule:20 Go to Filter - Sharpen - Smart Sharpen to bring out some of the details.



Rule:21 Go to Filter-Blur-Select Surface Blur and adjust the values to around 50 pixels Radius and 15 Threshold.



Rule:22 This step further manipulates the image and results in more of a digitally painted look.



Rule:23 Now duplicate the original image background layer & Move the layer to the top.



Rule:24 Change layer name to details.



Rule:25 Add high pass filter with 4-pixel radius.



Rule:26 Change the blending mode to overlay.



Rule:27 Add a Curves adjustment layer and brighten the whites in the image.



Rule:28 Again Add a Curves adjustment layer, this time darken the blacks in the image.



Rule:29 Finally add levels adjustment layer and slightly lighten the shadows.



we're done. here is before and after results.




Please Subscribe my channel

..................................................................


facebook link

https://www.facebook.com/DesignStudio...



LinkedIn link

https://www.linkedin.com/in/md-kawser...



google plus a link

https://plus.google.com/u/0/104428197...



twitter link

https://twitter.com/kawserahmed22





free image

pexles.com



Free music

youtube default music

Monday, January 8, 2018

কিভাবে একটি কোম্পানি জন্য প্রফেশনাল লোগো ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে।( এসো ডিজাইন শিখি )

কিভাবে একটি কোম্পানি জন্য প্রফেশনাল লোগো ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে।
( এসো ডিজাইন শিখি )



হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

আজ আমি, কিভাবে একটি কোম্পানি জন্য প্রফেশনাল লোগো ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে তা নিয়ে আলোচনা করবো।

লোগো (logo) কি?
লোগো হচ্ছে এক ধরনের গ্রাকিক্স সেম্বল (চিত্র) বা প্রতীক।যা কোন ব্যবসায়ক  প্রতিষ্ঠান বা বাণিজ্যিক সংস্থা এবং কোন কোম্পানি, সাহায্য-সহযোগিতার লক্ষ্যে নিজের পরিচিতি জনগণের কাছে তুলে ধরার মাধ্যম হচ্ছে লোগো। লোগো অর্থ হচ্ছে গ্রাফিক নক্সা বা প্রতীক কিংবা চিহ্নে  যা  প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের অংশবিশেষকে ফুটিয়ে তোলে ধরা হয়।

লোগো (logo) কি কি বিষয়ের উপর নির্ভর করে?

লোগো অর্থ হচ্ছে গ্রাফিক নক্সা বা প্রতীক কিংবা চিহ্নে  যা  প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের অংশবিশেষকে ফুটিয়ে তোলে ধরা হয়।
লোগো যেহেতু কোম্পানির পরিচিতি জনগণের কাছে তুলে ধরে এবং লোগো কোম্পানির ট্রেড মার্ক যা 

লোগো (logo) সাইজ কত?


প্রথমে সাইজ নিয়ে কথা বলি, লোগো ডিজাইন করার ক্ষেত্রে কোন নির্দিস্ট সাইজ নেয়।আপনি আপনার মত করে সাইজ নিয়ে কাজ করবেন।
এবং কোন ধরনের লোগো ডিজাইন করছেন তার উপর নির্ভর করে লোগো সাইজ।



ডিজাইন-

তাহলে অ্যাডবি ইলেস্ট্রেটর ওপেন করি এবং একটি ডুটিউমেন্ট ওপেন করি।ডুটিউমেন্টি ওপেন করার পর তাতে একটি সাদা জায়গা আসবে যাকে আমরা ওয়ার্কিং স্পেস বলি অর্থাৎ কাজ করার জায়গা যাতে আপনি কাজ করার জন্য যা ইচ্ছে তাই করতে পারবেন।

তারপর আমরা একটি গোল শেইপ নিব ।আপনি উপরের ছবিটা দেখে নিচের ছবি টা ফলো করেন।



তারপর,
এই গোল সেইপ টা কে পাঁচ টা  ভার্টিক্যাল লাইন দারা কেটে নিবেন শুধু মাত্র গোল সেইপের বাম পাশের অর্ধেক সাইট।
নিচের ছবিটা দেখে নিন-





তারপর গোল শেইপ এবং ভার্টক্যাল লাইন গুলো এক সাথে সেলেক করে  পাইথফাইন্ডার দ্বারা ডিভাইডেঢ করে নিবেন।তারপর আন-গ্রোপ করে নিতে হবে।




ছবিটা এরকম দেখাবে।তারপর লাল কালার যুক্ত লাইন গুলো ডিলেট করে ফেলুন




তারপর,রাইট সাইটের কাল কালারের সেইপ টার ফিল কালার অফ করে শুধু স্টুক কালার ব্যবহার করবেন।
তারপর গ্রেডিয়েন্ট তৈরি করে নিন আমি কালার কোড গুলি দিয়ে দিচ্ছি
#1D3657,# 17264D,#111139



এভাবে ই লোগো ডিজাইন  করা হয়।যারা এই লোগোটির মত কার্ড লোগো ডিজাইন করতে চান তারা উপরের সব গুলো নিয়ম ফলো করতে পারেন।

অথবা আমার এই কাজটির একটি টিউটোরিয়াল আছে আপনারা লোগো ডিজাইন টিউটোরিয়াল টি দেখলে আরো সহজে এই ডিজাইন টি করতে পারবেন,আমি আশা করি।

নিচে আমি আইডি কার্ড ডিজাইন টিউটোরিয়াল ভিডিও লিংক দিয়ে দিচ্ছি-










আশা করি আপনারা লোগো ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।






Sunday, January 7, 2018

কিভাবে অ্যাডবি ফটোশপ দিয়ে একটি কোম্পানির জন্য ফ্লায়ার ডিজাইন করা যায়।( এসো ডিজাইন শিখি )


কিভাবে অ্যাডবি ফটোশপ দিয়ে একটি কোম্পানির জন্য ফ্লায়ার ডিজাইন করা যায়।
( এসো ডিজাইন শিখি )


 কোম্পানির ফ্লায়ার ডিজাইন
ফ্লায়ার ডিজাইন


হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

আজ আমি, কিভাবে অ্যাডবি ফটোশপ দিয়ে একটি কোম্পানির জন্য ফ্লায়ার ডিজাইন করা যায় তা নিয়ে আলোচনা করবো।এবং ফ্লায়ার কি? কিভাবে ডিজাইন করতে হয়? 

ফ্লায়ার ডিজাইন কি?


ফ্লায়ার ডিজাইন সাইজ?


ফ্লায়ার ডিজাইনঃ