Monday, April 30, 2018

কিভাবে একটি ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন করা যায়।এসো ডিজাইন শিখি

ভেক্টর ইমেজ কে কিভাবে লাইন আর্ট ডিজাইন করা যায়




হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

আজ আমি ,একটি ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন কিভাবে করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে তা নিয়ে আলোচনা করবো।আশা করি সাথে থাকবেন।




আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার আছি তারা মূলত জানি ভেক্টর কি আর রাস্টার কি। যাই হক আমি আবারো বলি ভেক্টর ইমেজ হচ্ছে  জ্যামেতিক বিন্দু বা রেখা।যার সাইজ, কালার,মান যাই পরিবর্তন করি না কেন এই ভেক্টর ইমেজের কোন পরিবর্তন হবে না।ভেক্টর হল অ্যাডবি ইলেস্ট্রেটর সফটওয়্যার দ্বারা তৈরি হয়।

যারা অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে কোন কিছু ডিজাইন করেন তারা একটু খেয়াল করবেন,ডিজাইনটি যতই বড় বা পরিবর্তন করেন না কেন ফাইলটির কোন পরিবর্তন হবে না।




লাইন আর্ট ডিজাইন হল কোন ভেক্টর ইমেজের উপর ভিবিন্ন সেইপ নিয়ে ডিজাইন করা।যা আমি উপরের ডিজাইন তৈরি করেছি।

প্রথমে ইলেস্ট্রেটর সফটওয়্যার টি ওপেন করি এবং নিউ ডুকুমেন্ট নেই।যার সাইজ ডিফল্ট বা আপনার নিজের ইচ্ছে মত করে নিতে পারেন।

 নিউ ডুকুমেন্ট
 নিউ ডুকুমেন্ট


তারপর,যে কোন একটি ভেক্টর ইমেজ ডাউনলোড করে নিতে হবে।আর যদি আপনার কাছে থাকে তাহলে ভাল।
ভেক্টর ইমেজটি ইলেস্ট্রেটর ডুকুমেন্টে নিয়ে আসেন।তাকে ইম্বেড ও ইমেজ ট্রেস করে  তারপর এক্সপান্ড করেন  আন-গ্রোপ করে নিবেন।


ভেক্টর ইমেজ
ভেক্টর ইমেজ


তারপর লাইন টুল দ্বারা ভেক্টর ইমেজ টির উপর লাইন  টেনে দিতে হবে।




আমার পুরু ডিজাইন টি এভাবে লিখি আপনাদের কে বোঝানো সহজ হবে না।তাই এই ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন টির একটি ভিডিও টিউটোরিয়াল আছে।আমার মনে হয় আপনারা এই ভিডিও টিউটোরিয়াল দেখে ডিজাইন করলে আপনাদের ডিজাইন করাটা সহজ হবে।


কিভাবে একটি ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন করা যায় লিংক- ক্লিক করুন

অথবা নিচের ভিডিও টি ওপেন করুন







আশা করি ভিডিও টিউটোরিয়াল দেখার পর, আপনারা সহজে লাইন আর্ট ডিজাইন বা  কিভাবে একটি ভেক্টর ইমেজ কে লাইন আর্ট ডিজাইন করা যায় কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

Saturday, April 21, 2018

গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম করার ৫টি টিপস।


গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম করার ৫টি টিপস।


গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম
গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম 


গ্রাফিক্স ডিজাইন শিখার পর আপনি কিভাবে আর্ন(ইনকাম) করবেন তাই ভাবছেন? মনে মনে ভাবছেন এত কষ্ট করে গ্রাফিক্স ডিজাইন শিখলাম অথচ ইনকাম করতে পারবো না।কিভাবে ইনকাম করা যায়।এই ইনকাম (টাকা) কিভাবে করবেন তাই নিয়ে আপনার মাথা নষ্ট হয়ে যার অবস্থা।যাই হক আমি আপনাদের কে বলবো কিভাবে,কোন পথে,সহজে,সঠিক ভাবে ইনকাম করা যায়।


এখন নিচের ৫টি বিষয় নিজেকে প্রশ্ন করুন।.৫টি বিষয় থেকে আপনি কি জানেন আর কি জানেন না।

  1. প্রথমে আপনাকে জানতে হবে আপনি গ্রাফিক্স ডিজাইনের কি কি কাজ বা বিষয় জানেন?
  2. আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান না লোকাল মার্কেট থেকে ইনকাম করতে চান?
  3. অনলাইনে কিভাবে ইনকাম করা যায়?
  4. লোকাল মার্কেট থেকে কিভাবে ইনকাম করা যায়?
  5. আপনার ধর্য্য শক্তি কি পরিমান আছে?

উপরের ৫টি বিষয় জানলে আপনি ইনকাম করা একটি সঠিক পথ পেতে পারেন।কারন ইনকাম করার জন্য সবচেয়ে বেশি নির্ভর করে আপনার ধর্য্য।



নিচে ৫টি বিষয় নিয়ে আলোচনা করা হল।

  1. প্রথমে আপনাকে জানতে হবে আপনি গ্রাফিক্স ডিজাইনের কি কি কাজ বা বিষয় জানেন?

আমরা আনেকেই গ্রাফিক্সের আনেক বিষয় জানি তবে কোন কাজের কি রকম ডিমান্ড বা কোন কাজ করে ইনকাম করা সহজ তা জনি না।

গ্রাফিক্সের ডিজাইনের আনেক বিষয় মধ্যে আছে যেমন, 
  • web design
  1. web temple
  2. web banner
  • logo design
  1. shape logo
  2. vectors logo
  3. letter logo

  • typography 

  • flyer design,
  1. bi-fold flayer
  2. tri-fold flayer
  3. one part flayer
  • Envelop design
  • Business card
  • Calander design
  • letterhead design
  • facebook cover design
মোটামোটি গ্রাফিক্স ডিজাইন এই বিষয় গুলো থাকে।এখন কথা হল গ্রাফিক্স ডিজাইনের এই কাজ গুলো আপনি জানেন কি না।আর জানলে আপনার নিজের কাজের উপর কত টুকু বিশ্বাস আপনার আছে।



২.আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান না লোকাল মার্কেট থেকে ইনকাম করতে চান?



আপনি যখন গ্রাফিক্স ডিজাইনের মোটামোটি বিষয় জানেন,তখন আপনি দুই  ভাবে কাজ করতে পারেন।
  1. অনলাইন মার্কেট
  2. লোকাল মার্কেট



৩.অনলাইনে কিভাবে ইনকাম করা যায়?



অনলাইন মার্কেট কি?

ইন্টারনেটের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন দ্বারা বিভিন্ন মার্কেট প্লেসে থেকে কাজ করে ফ্রিল্যান্সারা ইনকাম করে থাকেন।আর এই বিভিন্ন মার্কেট প্লেস কে বলা হয় অনলাইন মার্কেট।অনলাইন মার্কেট হচ্ছে এমন একটি প্লেস যেখানে ফ্রিল্যান্সারা কাজ করে ইনকাম করে থাকেন।

মার্কেট প্লেসের নামঃ
  1. 99designs
  2. frelencer
  3. up-work
  4. graphicrivers
  5. elencer                আর আনেক মার্কেট প্লেস আছে।


৪.লোকাল মার্কেট থেকে কিভাবে ইনকাম করা যায়?

লোকাল মার্কেট কি?

আমাদের চারপাশে গ্রাফিক্স ডিজাইন ভিত্তিক বিভিন্ন মার্কেট রয়েছে যাতে আকজন গ্রাফিক্স ডিজাইনার কাজ বা জব করে ইনকাম করতে পারেন।

এটা দুই ভাবে করা জায়
  1. মাল্টিনেশনাল কোম্পানি তে জব
  2. বিভিন্ন প্রিন্টি প্রেসে




৫.আপনার ধর্য্য শক্তি কি পরিমান আছে?


সর্বশেষ কথা হল আপনার ধর্য শক্তি কতটুকু আছে।আপনি যে কোন কাজ বা জব করেন না কেন আপনার ধর্য থাকা খুবই গুরুত্বপুর্ন।

লোকাল মার্কেট বা অনলাইন মার্কেট যেখানে আপনি কাজ করেন না কেন আপনাকে ধর্য দরতে হবে।তা না আপনি কোন দিন ও সফল হতে পারবেন না।


আশা করি গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম করার ৫টি টিপস বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।




Friday, April 20, 2018

কিভাবে টেক্সট ইফেক্ট ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে ।এসো ডিজাইন শিখি


কিভাবে টেক্সট ইফেক্ট ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে।


টেক্সট ইফেক্ট ডিজাইন
টেক্সট ইফেক্ট ডিজাইন 




হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।


আজ আমি ,টেক্সট ইফেক্ট ডিজাইন বা কিভাবে ফন্ট দিয়ে টাইফোগ্রাফি দিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে তা নিয়ে আলোচনা করবো।আশা করি সাথে থাকবেন।

টেক্সট ইফেক্ট কি?

টেক্সট ইফেক্ট দিজাইন হচ্চে, কোন ফণ্ট বা লেটার কে ভিন্ন ভিন্ন ইফেক্ট দিয়ে কোন ডিজাইন করা।যাকে আমরা টাইফোগ্রাফি ডিজাইন বলে থাকি।



টাইফোগ্রাফি ডিজাইন কি?
কোন ফণ্ট বা লেটার দিয়ে ভিন্ন ভিন্ন ইফেক্টের মাধ্যমে কোন ডিজাইন করাই হচ্চে টাইফোগ্রাফি ডিজাইন।


টেক্সট ইফেক্ট ডিজাইনঃ

ডুকুমেন্ট সাইজঃ
১২০০*৮০০ পিক্সেল

টেক্সটের বা ফন্টের নামঃ
roboto bold
www.roboto.com

টেক্সটের বা ফন্টের সাইজঃ
340pt

ডিজাইনঃ

প্রথমে,আমরা টেক্সট টুলের মাধ্যমে wel-come লিখে ফেলি।তারপর ফন্টি সিলেক্ট থাকা অবস্থায়,মাউসের ডান বাটনে
ক্লিক করলে অপশন বক্স আসবে।অপশন থেকে create outilnes অপশন ক্লিক করে ফন্ট গুলোকে আন-গ্রোপ করে নিতে হবে।




তারপর,দুইটি রেক্ট্যাংগেল সেইপ wel এবং come লেখা দুটিকে ঢেকে দিতে হবে।এবং টুল বার থেকে object+path+split into gird টিতে ক্লিক করলে একটি বক্স আসবে যাতে Row & Colom দুটি অপশন থাকবে।Row তে Number ঘরে ৫ লিখে ওকে করে দিবেন।




তারপর,সেইপ এবং ফন্টকে সিলেক্ট করে পাথফাইন্ডার দিয়ে Devide করে নিবেন এবং আনগ্রোপ করে করতে হবে।ে 
দুইটি সেইপ কেই এভাবে কাস্টমাইজ করে নিতে হবে।আমি শুধু একটা দেখালাম।





তারপর,অনগ্রোপ করার পর ctrl+Y চেপে প্রিভিউ করে নিবেন।এখন ফন্টের বাহিরের অংশ গুলো ফেলে দিবেন।যাতে শুধু ফন্ট ছাড়া আর অন্য কিছু না থাকে।যা দেখতে নিচের পিকচারটির মত দেখাবে।




আমি পুরু ডিজাইন টি এভাবে লিখি আপনাদের সহজে বোঝাতে জামেলা হবে।আমার এই টেক্সট ইফেক্ট ডিজাইন টির একটি ভিডিও টিউটোরিয়াল আছে।আমার মনে হয় আপনারা এই ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ করলে  একদম সহজ লাগবে।এবং সহজে টেক্সট ইফেক্ট ডিজাইন বা টাইফোগ্রাফি ডিজাইন করতে পারবেন।


নিচে আমি ডেক্স ক্যালেন্ডার ডিজাইন টিউটোরিয়াল ভিডিও লিংক দিয়ে দিচ্ছি-






আশা করি ভিডিও টিউটোরিয়াল দেখার পর, আপনারা সহজে টেক্সট ইফেক্ট ডিজাইন বা টাইফোগ্রাফি ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

310

Thursday, April 19, 2018

অ্যাডবি ফটোশপ লেয়ার টুল এবং টাইপ টুলের শর্টকার্ট বাংলা ।পার্ট-৩

 অ্যাডবি ফটোশপ লেয়ার টুল এবং টাইপ টুলের শর্টকার্ট বাংলা


 অ্যাডবি ফটোশপ লেয়ার টুল এবং টাইপ টুলের শর্টকার্ট
 অ্যাডবি ফটোশপ লেয়ার টুল এবং টাইপ টুলের শর্টকার্ট 


ফটোশপ লেয়ার শর্টকাট

নতুন লেয়ার= Ctrl–Shift–N
লেয়ার সিলেক্ট = Ctrl–click layers মাউস দ্বারা লেয়ারের উপর ক্লিক
এক সাথে অনেক লেয়ার সিলেক্ট করতে= shift+সর্বশেষ লেয়ার ক্লিক
ডিলেট লেয়ার= leyar tool bar+Delete layer
লেয়ার মাস্কিং= Alt–click layer mask icon


টাইপ টুল শর্টকাট

  1. টেক্সট টুল=T
  2. টেক্স সাইজ (Increase/Decrease) লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ১ পিক্সেল Ctrl–Shift–> or <
  3. টেক্স সাইজ (Increase/Decrease) লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ৫ পিক্সেল = Ctrl–Shift–Alt–> or <
  4. টেক্স টুল(Increase/Decrease) kerning/tracking Alt–Right/Left Arrow
  5. টেক্স আলাইন ( left/center/right)=  Ctrl–Shift–L/C/R




Monday, April 9, 2018

গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অ্যাডবি ফটোশপের সিলেকশন টুলের শর্টকার্ট যা আপনার জন্য খুবই গুরুত্ব পূর্ণ।এসো ডিজাইন শিখি

ফটোশপের সিলেকশন টুলের শর্টকার্টঃ

ফটোশপের সিলেকশন টুলের শর্টকার্টঃ
ফটোশপের সিলেকশন টুলের শর্টকার্ট


ফটোশপের সিলেকশন টুলের শর্টকার্টঃ(পার্ট-২)

সিলেকশন টুল ৪ প্রকার-

1.      Rectangular marquee  tool
2.      Elliptical marquee  tool
3.      Single Row Marquee tool
4.      Single colum marquee tool

সিলেকশন মোডঃ

v  New selection
v  Add  to selection  > Shift
v  Subtract form selection  > Alt
v  Intersect with selection  > Shift–Alt

সিলেকশন স্টাইল প্রকারঃ
1.      Normal
2.      Fixed Ratio
3.      Fixed Size

সিলেকশন শর্টকার্ট টুলঃ

সিলেকশন থাকা অবস্থায় সিলেকশন টিকে মোভ করার জন্য >মোভ টুল সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন চেপে মোভ করতে হয়।
ডিসিলেকশন করতে > Ctrl+D
রিসিলেকশন করতে > Shit+Ctrl+D
ফেদার সিলেকশন > Shift+F6
সেন্টার থেকে সিলেকশন হবে > Alt–drag selection
সিলেকশন কে ট্রান্সফর্ম করতে > Select tool+Transform selection

Sunday, April 8, 2018

গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অ্যাডবি ফটোশপের কিছু শর্টকার্ট যা আপনার জন্য খুবই গুরুত্ব পূর্ণ।এসো ডিজাইন শিখি

অ্যাডবি ফটোশপের কিছু শর্টকার্ট যা আপনার জন্য খুবই গুরুত্ব পূর্ণ।
ফটোশপের কিছু শর্টকার্ট
ফটোশপ শর্টকার্ট

অ্যাডবি ফটোশপের কিছু শর্টকার্ট ঃ(পার্ট-১)

নিউ ডুকুমেন্ট >   (Ctrl+N)
ওপেন > (Ctrl+O)
ডিফল্ট ফটোশপ সাইজ >   7in*5in Resulation-72 /  RGB
ইলেক্ট্রনিক্স মীডিয়ার জন্য >   Resulation-72 /    RGB
প্রিন্ট মিডিয়ার জন্য >   Resulation-300  /   CMYK
 কালার মোড ৫ ধরনের  > 
  1. Bitmap
  2. Grayscle
  3. RGB
  4. CMYK
  5. Lab

ফটোশপ বিট ২ ধরনের >   bit 8bit, 32bit
ফটোশপের উনিক মোড ৭ প্রকার। 
  • Pixle
  • Inches
  • Centimeter
  • Milimeter
  • Point
  • Columns

ফটোশপে ২ ভাবে কালার আপলাই করা যায়। 
  1. Forground color=Alt+Delate/ backspace
  2. Background color=Ctrl+Delate/backspace

Zoom-in=Ctrl+(+)
Zoom-out=Ctrl+(-)
100% zoom=Ctrl+1
Screen Zoom=Ctrl+(0)


Wednesday, April 4, 2018

UI/UX ডিজাইন দ্বারা কিভাবে মোবাইলের অ্যাপ স্ক্রিন ডিজাইন করা যায় অ্যাডবি ফটোশপ দিয়ে | এসো ডিজাইন শিখি

UI/UX  ডিজাইন দ্বারা  মোবাইলের অ্যাপ স্ক্রিন ডিজাইন
UI/UX  ডিজাইন, UI ডিজাইন,UX  ডিজাইন
UI/UX  ডিজাইন, UI ডিজাইন,UX  ডিজাইন
UI/UX ভিডিও

UI ডিজাইন কি?

UI  অর্থাৎ U= User এবং I=Interface তাহলে UI হচ্ছে User Interface.

এককথা,UI হচ্ছে  User Interface  ইউজার ইন্টারফেস যা কোন বস্তুর অবয়ব বা চেহারা!  অর্থাৎ কোন একটি ডিজাইনের যা প্রথম যে অভয়ব বা চেহারা নিয়ে আপনার সামনে আসে তাকে বলে UI ডিজাইন বা User Interface  ইউজার ইন্টারফেস বলে।




একেক মোবাইলের স্ক্রিন আর সাইজ একেক রকম হয়ে থাকে।যেমন নকিয়া স্মার্ট মোবাইলের সাইজ এবং আই-ফোনের  সাইজ এক না।আবার সেমসাং মোবাইলের সাইজ এবং হুয়াই মোবাইলের সাইজ এক রকম না।

আমি যে মোবাইল স্ক্রিন ডিজাইন করছি তার সাইজ হলঃ
১১২৫ পিক্সেল*২৪৩৬পিক্সেল
রেজুলেশন হচ্ছে ৭২ ও কালার মোড হচ্ছে RGB

ডিজাইনঃ

প্রথমে ফটোশপ ডুমুমেন্ট ওপেন করি (ctrl+N) দিয়ে।যা দেখতে একটু লম্বা সেইপের মত দেখতে লাগবে।




মোবাইলের ডিসপ্লে গুলো মোটা মোটি একটু লম্বা সেইপের মতই লাগে।কারনে আমদের মোবাইল দিসপ্লে গুলো লম্বা ভাবে ডিজাইন করা হয়।ডুকুমেন্টের মাঝ বরাবর একটি রেক্ট্যাংগল সেইপ নিয়ে লেয়ার স্তাইল থেকে গ্রেডিউয়ান্ট ব্যবহার করতে হবে।যা আমি নিচে দেখিয়ে দিয়েছি।




তারপর,আমাদের ভাবতে হবে,মোবাইলে স্ক্রিন ডিজাইন করার ক্ষেত্রে কি কি বিষয় রাখতে হয়।প্রথমে ডান পাশে পিকচার ও বাম পাশে ডাইলগ Taxt থাকতে পারে।আপনারা ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারেন।





তারপর,লোগো টি আপনি স্ক্রিনের উপরে ঠিক মাঝ বরাবর রাখতে হবে।যা আপনার মোবাইল স্ক্রিনটি দেখতে ভাল লাগবে।যা নিচের পিকচার টি লক্ষ্য করলে দেখতে পারবেন।




তারপর,স্ক্রিনের নিচে কিছু এরর চিহ্ন থাকতে পারে।যা আপনার স্ক্রিন টি পর ডান ও বামে দিকে যাবে এইরকম বুঝাতে হবে।যা নিচের পিকচার টি লক্ষ করুন।এবং next or skip লেখা দিতে পারেন।



তারপর,সর্বশেষ সবার উপর একটি ১১২৫*২৪৩৬ সাইজ নিয়ে রেক্ট্যাংগল সেইপ নিতে হবে এবং কালার হবে কাল।অপাসিটি হবে ১২% ।
সর্বশেষ দিজাইনটি একটি মোবাইল মোকাপ ব্যবহার করে তা প্রেজেন্ট করতে হবে।যাতে ক্লাইন্ট খুশি হয়।


UI/UX  ডিজাইন, UI ডিজাইন,UX  ডিজাইন
UI/UX  ডিজাইন, UI ডিজাইন,UX  ডিজাইন


এভাবে ই একটি সুন্দর মোবাইলের অ্যাপ স্ক্রিন ডিজাইন তৈরি করা হয়।যারা এই মোবাইলের অ্যাপ স্ক্রিন ডিজাইন টির মত অ্যাপ স্ক্রিন ডিজাইন করতে চান তারা উপরের সব গুলো নিয়ম ফলো করতে পারেন।



অথবা আমার এই কাজটির একটি টিউটোরিয়াল আছে আপনারা  সুন্দর মোবাইলের অ্যাপ স্ক্রিন ডিজাইন টিউটোরিয়াল টি দেখলে আরো সহজে এই ডিজাইন টি করতে পারবেন,আমি আশা করি।






আশা করি আপনারা  মোবাইলের অ্যাপ স্ক্রিন ডিজাইন ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।