হ্যালো বন্ধুরা,
কেমন আছেন,আশা করি ভাল।
ফ্রিল্যান্সিং ইতিহাস কি?
সর্ব প্রথম ১৯৯৮ সালের দিকে ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করে ।তখন তারা অনলাইনে একটা মার্কেটপ্লেস খোলে,মার্কেটপ্লেসে সবাই যে কোন সময় কাজ করতে পারবে,যেখানে
সবাই কাজ পাবার জন্য জব অফার করতে পারবে,
সেখান থেকেই বলতে গেলে ফ্রিল্যান্সিংয়ের যাত্রা
শুরু। বিষয় টা বেশ মজাদার ছিল। ধরাবাধা কোন অফিস টাইম নেই,কোন বসের চাপ নাই, যখন ইচ্ছে কাজ করলেই হলো!
এই কাজ হতে পারে বিভিন্ন রকম।
ওয়েব ডিজাইনিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনিং,সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিষয়ভিত্তিক
আর্টিকেল লেখা বা ডাটা এন্ট্রি হতে পারে ফ্রিল্যান্সিংয়ের বিষয়।
ফ্রিল্যান্সিং কি?
সহজ ভাবে বলা যায় যে নির্দিস্ট কোন প্রতিষ্ঠানের অধীনে কাজ না
করে স্বাধীনভাবে যে কোন কাজ করা কে ফ্রিল্যান্সিং বলে।
আর এই ধরনের কাজে যারা নিয়জিত তাদের কে
বলা হয় ফ্রিল্যান্সার
(freelencer) বা স্বাধিনপেশাজীবি।
ফ্রিল্যান্সিং কিভাবে,কখন,কোথায় করবো?
যারা ফ্রিল্যান্সিং এ নতুন কাজ করতে চান এবং যারা ফ্রিলেন্সিং এ একেবারে নতুন,
তাদের মনে আনেক ধরনের প্রশ্ন আস্তে পারে কিভাবে কাজ করবো,কে কাজ দিবে,কোথায় কাজ গুলো পাবো,কাজ কিবাভে করতে হবে এই রকম হাজারো প্রশ্ন মনে গুর পাক খায়।
তাই নতুন ফ্রিলেন্সারদের জন্য বলছি এই সব গুলো প্রশ্নের উত্তর আমি আপনাদের কে দিব।আপনারা কিভাবে কাজ করবেন,কোথায় করবেন,কখন করবেন।
ফ্রিল্যান্সিং কিভাবে করবেন?
আপনি যখন নতুন তাই বলছি আগে ফ্রিল্যান্সিং কি তা আগে জানতে হবে ।নির্দিস্ট কোন প্রতিষ্ঠানের অধীনে কাজ না করে স্বাধীনভাবে যে কোন কাজ করা কে ফ্রিল্যান্সিং বলে।তবে সর্ব প্রথম আপনাকে কোন একটি কাজের উপর অভিজ্ঞতা থাকতে হবে।
তারপর,যেহেতু ফ্রিল্যান্সিং অনলাইন ভিত্তিক কাজ তাই যে প্রতিষ্ঠান গুলো যারা অনলাইনের মাধ্যমে আপনাকে কাজের সুযোগ করে দিবে তাদের প্রতিষ্ঠানে আপনাকে একটি নিবন্ধন করতে হবে।যা আমরা ইংরেজিতে বলি Account or Sign Up.
ফ্রিল্যান্সিং কোথায় করবেন?
ভিবিন্ন ধরনের অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান আছে যারা ফ্রিল্যান্সারদের কাজ প্রদান করে থাকে।এই রকম কিছু প্রতিষ্ঠান গুলো হল-
freelencer.com
upwork.com
99designs.com
graphicriver.com
elancer.com
odesk.com
আরো আনেক প্রতিষ্ঠান আছে যা কাজ করার সুযোগ করে দিয়ে থাকে।
এখানে দুই ধরনের প্রতিষ্ঠান আছে এবং দুই ধরনের আজ আছে।প্রথম বলি দুই ধরনের প্রতিষ্ঠান,এক দরনের প্রতিষ্ঠান যারা শুধু কাজ প্রদান করে থাকে আর অন্য প্রতিষ্ঠান যারা কাজ প্রদান করে না কাজ জমা রাখে ব্যাংকের মত।
দুই ধরনের কাজ,প্রথ হল একজন ক্লাইন্ট তার চাহিদা অনুযায়ী কন্টেষ্ট(প্রতিযোগিতা) আয়োজন করে আর অন্যটি হল একজন ক্লাইন্ট কাজ(জব) পোস্ট করে সেখান থেকে বিড এর মাধ্যমে ফ্রিল্যন্সার বাছাই করে।
ফ্রিল্যান্সিং কখন করবেন?
আপনি একজন ফ্রিল্যান্সার,আপনি একজন স্বাধিন কর্মী,কার কাছের কাজের কোন কৈফত দিতে হয় না।আপনি নিজেই একজন একটি কোম্পানির মালিক ।যখন মন চায় তখন কাজ করবেন,মন না চায়লে করবেন না।এটাই হল ফ্রিল্যান্সারের মুল শক্তি।কোন ধরাবাধা নিয়ম নাই।যখন কাজ করতে ইচ্ছে কাজ করবেন।
আশা করি আপনারা ফ্রিল্যান্সিং কি? কিভাবে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করা যায় কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।
ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।
কিভাবে কাজ জমা করব
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteআপনি যেভাবে আলোচনা করেছেন, ফ্রিল্যান্সিং সম্পর্কে পরিষ্কার ধারনা হয়েছে। কোন ভুল চোখে ধরা পরেনি ।যারা ফ্রিল্যান্সিং এ কাজ করেন, তাদের ইংরেজী ও জানা দরকার। যারা ইংরেজিতে weak, তাদের জন্য আমার ভিডিওগুলো হতে পারে নতুন উপহার।ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন,তাহলে কমেন্ট এবং subscribe করতে অনুরোধ রহিল।
ReplyDeleteCasino Software - WooriCasinos.info
ReplyDeleteTop 25 Provider 가상 화폐 추천 Reviewed. This casino software provider reviewed by WooriCasinos.info 999betasia is considered 승부사 온라인 환전 one of the most trustworthy casino software companies 한게임 포커 머니 상 in the world 졸리다