গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম করার ৫টি টিপস।
গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম |
গ্রাফিক্স ডিজাইন শিখার পর আপনি কিভাবে আর্ন(ইনকাম) করবেন তাই ভাবছেন? মনে মনে ভাবছেন এত কষ্ট করে গ্রাফিক্স ডিজাইন শিখলাম অথচ ইনকাম করতে পারবো না।কিভাবে ইনকাম করা যায়।এই ইনকাম (টাকা) কিভাবে করবেন তাই নিয়ে আপনার মাথা নষ্ট হয়ে যার অবস্থা।যাই হক আমি আপনাদের কে বলবো কিভাবে,কোন পথে,সহজে,সঠিক ভাবে ইনকাম করা যায়।
এখন নিচের ৫টি বিষয় নিজেকে প্রশ্ন করুন।.৫টি বিষয় থেকে আপনি কি জানেন আর কি জানেন না।
- প্রথমে আপনাকে জানতে হবে আপনি গ্রাফিক্স ডিজাইনের কি কি কাজ বা বিষয় জানেন?
- আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান না লোকাল মার্কেট থেকে ইনকাম করতে চান?
- অনলাইনে কিভাবে ইনকাম করা যায়?
- লোকাল মার্কেট থেকে কিভাবে ইনকাম করা যায়?
- আপনার ধর্য্য শক্তি কি পরিমান আছে?
উপরের ৫টি বিষয় জানলে আপনি ইনকাম করা একটি সঠিক পথ পেতে পারেন।কারন ইনকাম করার জন্য সবচেয়ে বেশি নির্ভর করে আপনার ধর্য্য।
নিচে ৫টি বিষয় নিয়ে আলোচনা করা হল।
- প্রথমে আপনাকে জানতে হবে আপনি গ্রাফিক্স ডিজাইনের কি কি কাজ বা বিষয় জানেন?
আমরা আনেকেই গ্রাফিক্সের আনেক বিষয় জানি তবে কোন কাজের কি রকম ডিমান্ড বা কোন কাজ করে ইনকাম করা সহজ তা জনি না।
২.আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান না লোকাল মার্কেট থেকে ইনকাম করতে চান?
গ্রাফিক্সের ডিজাইনের আনেক বিষয় মধ্যে আছে যেমন,
- web design
- web temple
- web banner
- logo design
- shape logo
- vectors logo
- letter logo
- typography
- flyer design,
- bi-fold flayer
- tri-fold flayer
- one part flayer
- Envelop design
- Business card
- Calander design
- letterhead design
- facebook cover design
মোটামোটি গ্রাফিক্স ডিজাইন এই বিষয় গুলো থাকে।এখন কথা হল গ্রাফিক্স ডিজাইনের এই কাজ গুলো আপনি জানেন কি না।আর জানলে আপনার নিজের কাজের উপর কত টুকু বিশ্বাস আপনার আছে।
২.আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান না লোকাল মার্কেট থেকে ইনকাম করতে চান?
আপনি যখন গ্রাফিক্স ডিজাইনের মোটামোটি বিষয় জানেন,তখন আপনি দুই ভাবে কাজ করতে পারেন।
- অনলাইন মার্কেট
- লোকাল মার্কেট
৩.অনলাইনে কিভাবে ইনকাম করা যায়?
অনলাইন মার্কেট কি?
ইন্টারনেটের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন দ্বারা বিভিন্ন মার্কেট প্লেসে থেকে কাজ করে ফ্রিল্যান্সারা ইনকাম করে থাকেন।আর এই বিভিন্ন মার্কেট প্লেস কে বলা হয় অনলাইন মার্কেট।অনলাইন মার্কেট হচ্ছে এমন একটি প্লেস যেখানে ফ্রিল্যান্সারা কাজ করে ইনকাম করে থাকেন।
মার্কেট প্লেসের নামঃ
- 99designs
- frelencer
- up-work
- graphicrivers
- elencer আর আনেক মার্কেট প্লেস আছে।
৪.লোকাল মার্কেট থেকে কিভাবে ইনকাম করা যায়?
লোকাল মার্কেট কি?
আমাদের চারপাশে গ্রাফিক্স ডিজাইন ভিত্তিক বিভিন্ন মার্কেট রয়েছে যাতে আকজন গ্রাফিক্স ডিজাইনার কাজ বা জব করে ইনকাম করতে পারেন।
এটা দুই ভাবে করা জায়
- মাল্টিনেশনাল কোম্পানি তে জব
- বিভিন্ন প্রিন্টি প্রেসে
৫.আপনার ধর্য্য শক্তি কি পরিমান আছে?
সর্বশেষ কথা হল আপনার ধর্য শক্তি কতটুকু আছে।আপনি যে কোন কাজ বা জব করেন না কেন আপনার ধর্য থাকা খুবই গুরুত্বপুর্ন।
লোকাল মার্কেট বা অনলাইন মার্কেট যেখানে আপনি কাজ করেন না কেন আপনাকে ধর্য দরতে হবে।তা না আপনি কোন দিন ও সফল হতে পারবেন না।
আশা করি গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম করার ৫টি টিপস বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।
ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।
Nice Article
ReplyDeleteগ্রাফিক্স ডিজাইন কি
This comment has been removed by the author.
ReplyDeleteঅনলাইন থেকে ইনকাম ব্লগিং করে এসইও করে ইনকাম সম্পর্কে জানতে নিচের লিংকে জান https://www.hilplife.xyz...
ReplyDelete