Saturday, April 21, 2018

গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম করার ৫টি টিপস।


গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম করার ৫টি টিপস।


গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম
গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম 


গ্রাফিক্স ডিজাইন শিখার পর আপনি কিভাবে আর্ন(ইনকাম) করবেন তাই ভাবছেন? মনে মনে ভাবছেন এত কষ্ট করে গ্রাফিক্স ডিজাইন শিখলাম অথচ ইনকাম করতে পারবো না।কিভাবে ইনকাম করা যায়।এই ইনকাম (টাকা) কিভাবে করবেন তাই নিয়ে আপনার মাথা নষ্ট হয়ে যার অবস্থা।যাই হক আমি আপনাদের কে বলবো কিভাবে,কোন পথে,সহজে,সঠিক ভাবে ইনকাম করা যায়।


এখন নিচের ৫টি বিষয় নিজেকে প্রশ্ন করুন।.৫টি বিষয় থেকে আপনি কি জানেন আর কি জানেন না।

  1. প্রথমে আপনাকে জানতে হবে আপনি গ্রাফিক্স ডিজাইনের কি কি কাজ বা বিষয় জানেন?
  2. আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান না লোকাল মার্কেট থেকে ইনকাম করতে চান?
  3. অনলাইনে কিভাবে ইনকাম করা যায়?
  4. লোকাল মার্কেট থেকে কিভাবে ইনকাম করা যায়?
  5. আপনার ধর্য্য শক্তি কি পরিমান আছে?

উপরের ৫টি বিষয় জানলে আপনি ইনকাম করা একটি সঠিক পথ পেতে পারেন।কারন ইনকাম করার জন্য সবচেয়ে বেশি নির্ভর করে আপনার ধর্য্য।



নিচে ৫টি বিষয় নিয়ে আলোচনা করা হল।

  1. প্রথমে আপনাকে জানতে হবে আপনি গ্রাফিক্স ডিজাইনের কি কি কাজ বা বিষয় জানেন?

আমরা আনেকেই গ্রাফিক্সের আনেক বিষয় জানি তবে কোন কাজের কি রকম ডিমান্ড বা কোন কাজ করে ইনকাম করা সহজ তা জনি না।

গ্রাফিক্সের ডিজাইনের আনেক বিষয় মধ্যে আছে যেমন, 
  • web design
  1. web temple
  2. web banner
  • logo design
  1. shape logo
  2. vectors logo
  3. letter logo

  • typography 

  • flyer design,
  1. bi-fold flayer
  2. tri-fold flayer
  3. one part flayer
  • Envelop design
  • Business card
  • Calander design
  • letterhead design
  • facebook cover design
মোটামোটি গ্রাফিক্স ডিজাইন এই বিষয় গুলো থাকে।এখন কথা হল গ্রাফিক্স ডিজাইনের এই কাজ গুলো আপনি জানেন কি না।আর জানলে আপনার নিজের কাজের উপর কত টুকু বিশ্বাস আপনার আছে।



২.আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান না লোকাল মার্কেট থেকে ইনকাম করতে চান?



আপনি যখন গ্রাফিক্স ডিজাইনের মোটামোটি বিষয় জানেন,তখন আপনি দুই  ভাবে কাজ করতে পারেন।
  1. অনলাইন মার্কেট
  2. লোকাল মার্কেট



৩.অনলাইনে কিভাবে ইনকাম করা যায়?



অনলাইন মার্কেট কি?

ইন্টারনেটের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন দ্বারা বিভিন্ন মার্কেট প্লেসে থেকে কাজ করে ফ্রিল্যান্সারা ইনকাম করে থাকেন।আর এই বিভিন্ন মার্কেট প্লেস কে বলা হয় অনলাইন মার্কেট।অনলাইন মার্কেট হচ্ছে এমন একটি প্লেস যেখানে ফ্রিল্যান্সারা কাজ করে ইনকাম করে থাকেন।

মার্কেট প্লেসের নামঃ
  1. 99designs
  2. frelencer
  3. up-work
  4. graphicrivers
  5. elencer                আর আনেক মার্কেট প্লেস আছে।


৪.লোকাল মার্কেট থেকে কিভাবে ইনকাম করা যায়?

লোকাল মার্কেট কি?

আমাদের চারপাশে গ্রাফিক্স ডিজাইন ভিত্তিক বিভিন্ন মার্কেট রয়েছে যাতে আকজন গ্রাফিক্স ডিজাইনার কাজ বা জব করে ইনকাম করতে পারেন।

এটা দুই ভাবে করা জায়
  1. মাল্টিনেশনাল কোম্পানি তে জব
  2. বিভিন্ন প্রিন্টি প্রেসে




৫.আপনার ধর্য্য শক্তি কি পরিমান আছে?


সর্বশেষ কথা হল আপনার ধর্য শক্তি কতটুকু আছে।আপনি যে কোন কাজ বা জব করেন না কেন আপনার ধর্য থাকা খুবই গুরুত্বপুর্ন।

লোকাল মার্কেট বা অনলাইন মার্কেট যেখানে আপনি কাজ করেন না কেন আপনাকে ধর্য দরতে হবে।তা না আপনি কোন দিন ও সফল হতে পারবেন না।


আশা করি গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম করার ৫টি টিপস বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।




Sunday, April 1, 2018

আপ-ওয়ার্ক কি?,কিভাবে আকাউন্ট করতে হয়? কিভাবে আপ-ওয়ার্ক কাজ করতে হয়?



আপ-ওয়ার্ক কি?,কিভাবে আকাউন্ট করতে হয়? কিভাবে আপ-ওয়ার্ক কাজ করতে হয়?


আপ-ওয়ার্ক কি?

আপ-ওয়ার্ক কি হচ্ছে অনলাইন মার্কেট প্লেস ,যেখানে ফ্রিল্যান্সাররা কাজ করে হাজার ডলার আয় করে থানে।এটি সবচেয়ে জনপ্রিয় একটি মার্কেট প্লেস।


আপ-ওয়ার্কে কিভাবে কাজ করতে হয়?

এই মার্কেট প্লেসে সব কাজ হয় শুধু বিট করে তাই এই মার্কেট প্লেসে প্রতিযোগিতা আনেক বেশি।আপনি এখানে আকাউন্ট করার পর,আপনাকে নিজে প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে হবে।আর আপ-ওয়ার্ক সর্বপ্রথম অনলাইন মার্কেট প্লেস।


আপ-ওয়ার্কে কিভাবে আকাউন্ট করতে হয়?


প্রথমে  https://www.upwork.com/এই সাইটে ডুকে সাইন ইন করার অপশন আসবে তার নিচে সাইন আপ অপশন টি পাবেন।

আপনি এই মার্কেট প্লেসে আকাউন্ট করতে আপনাকে কিছু গুরুত্বপূর্ন জিনিস সাথে রাখতে হবে।
১/ ছবি
২/মোবাইল নাম্বার
৩/জাতীত পরিচয় পত্র
৪/ভেরিফাইড ইমেল

মোটামোটি এই জিনিস সাথে রাখতে হবে।

৯৯ডিজাইন ডট কম? কিভাবে ৯৯ডিজাইন ডট কম আকাউন্ট করবেন।কিভাবে কাজ করবেন ৯৯ডিজাইন ডট কমে।





৯৯ডিজাইন ডট কম কি? (99designs)

99designs হচ্ছে অনলাইন মার্কেট প্লেস ,যেখানে ফ্রিল্যান্সাররা কন্ট্রেটে অংশগ্রহন করে আয় করে থানে।এটি অনেক জনপ্রিয় একটি মার্কেট প্লেস।


৯৯ডিজাইন ডট কমে কিভাবে কাজ করতে হয়?

এই মার্কেট প্লেসে সব কাজই হয প্রতিযোগিতা মূলকা ()।আপনি এখানে আকাউন্ট করার পর,আপনাকে নিজে প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে হবে।আর এখানকার সব কাজের প্রাইজ অন্য অন্য মার্কেট প্লেস থেকে অনেক বেশি।তাই কাজের মান ও আনেক ভাল হতে হয়।


৯৯ডিজাইন ডট কমে কিভাবে আকাউন্ট করতে হয়?


প্রথমে  https://99designs.com/login এই সাইটে ডুকে সাইন ইন করার অপশন আসবে তার নিচে সাইন আপ অপশন টি পাবেন।

আপনি এই মার্কেট প্লেসে আকাউন্ট করতে আপনাকে কিছু গুরুত্বপূর্ন জিনিস সাথে রাখতে হবে।
১/ ছবি
২/মোবাইল নাম্বার
৩/জাতীত পরিচয় পত্র
৪/ভেরিফাইড ইমেল

মোটামোটি এই জিনিস সাথে রাখতে হবে।

Saturday, March 31, 2018

নতুনদের জন্য, ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন কী? গ্রাফিক ডিজাইনে অ্যাডবি ফটোশপ ।এসো ডিজাইন শিখি



 ডিজাইন,  গ্রাফিক ডিজাইন
নতুনদের জন্য, ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন কী? গ্রাফিক ডিজাইনে  অ্যাডবি ফটোশপ



নতুনদের জন্য  গ্রাফিক ডিজাইন এবং এডোবি ফটোশপ  আলোচনায় সবাইকে স্বাগতমযেহেতু এটা গ্রাফিক ডিজাইন নিয়ে আলোচনা তাই আমরা সরাসরি  অ্যাডবি ফটোশপ সফটওয়্যার নিয়ে আলোচনায় না গিয়ে গ্রাফিক ডিজাইনের  একদম বেসিক কিছু  বিষয় নিয়ে আলোচনা করবো
– ডিজাইন কি?
– 
গ্রাফিক ডিজাইন কী?
– 
গ্রাফিক ডিজাইনে  অ্যাডবি ফটোশপ ।

ডিজাইন কি?
ডিজাইন অর্থ নকশা বা আর্ট। ডিজাইন হচ্ছে কোনো নির্দিষ্ট ক্ষেত্রের উপর বস্তুর পরিকল্পিত অবস্থান। অর্থাৎ আপনি যা নকশা করতে চান,যার উপর করতে চান,যে বস্তুর দ্বার নকশা করতে চান তা সম্পর্কে ধারনা।
বইয়ের ভাষায়, একটি ছবির সমাপ্তিকরণে ক্ষেত্রে যে নির্দেশকের ভূমিকা পালন করে যে নকশা বা আর্ট করা হয় তাকেই বলা হয়  ডিজাইন।মূলত নকশা তৈরীর মূল সূত্র সমূহ সঠিক ভাবে ব্যবহার করার মাধ্যমে একটি সঠিক ডিজাইনের জন্ম হয়।সংক্ষেপে বলা যায় কোনো সৃজনশীল কর্মের প্রাথমিক কাঠামোই হচ্ছে ডিজাইন

ডিজাইন করতে  ধরনের জিনিস প্রয়োজন হয়।
১। এলিমেন্টস (element)
২। ইকুইপমেন্ট (equipment)

এলিমেন্টস অফ ডিজাইনঃ
1. 
লাইন (Lines)  
2. 
শেইপ (Shapes)
3. 
কালার (Colors)
4. 
ফন্ট  (Textures)
5. 
জায়গা (Spaces)

ইকুইপমেন্ট অফ ডিজাইন:
1. 
পেন্সিল (Pencil)
2. 
রাবার (Rubber)
3. 
স্কেল  (Ruler)
প্রিন্সিপল অফ ডিজাইন:
– Rhythm
– Proportion
– Perspective
– Emphasis
– Movement
– Pattern
– Balance
– Unity


গ্রাফিক ডিজাইন কী?
– 
গ্রাফিক শব্দটি জার্মান শব্দ গ্রাফিক হতে এসেছে। এর অর্থ চিত্র বা রুপরেখা।
– 
গ্রাফ শব্দের অর্থ চিত্র এবং ডিজাইন অর্থ নকশা।
– 
সহজ ভাষায়চিত্র দ্বারা নকশা তৈরি করা বা করার প্রক্রিয়াকে বলে গ্রাফিক ডিজাইন।    অন্য কথায়ড্রইং ছবি বা কোনো ইমেজ এবং অক্ষর শিল্পই হচ্ছে গ্রাফিক ডিজাইন।


– 
উদাহরন – ইলাস্ট্রেশনব্রান্ডিংবুক কভারটাইপোগ্রাফিব্রশিওরস্টিকারবিজ্ঞাপনসিডি কভারডিজিটাল সাইনক্যলেন্ডারমডার্ণ পেইন্টিংওয়েব ডিজাইনসফটওয়্যার ডিজাইনটেক্সটাইল ডিজাইন ইত্যাদি

গ্রাফিক ডিজাইনে Adobe Photoshop এর ব্যবহার:

1.অ্যাডবি ফটোশপ হচ্ছে একদরনের রাস্টার গ্রাফিক ইডিটর।
2.
অ্যাডবি ফটোশপ হচ্ছে ছবি ইডেটিং সোফট্যায়ার ।যা  ওয়েভ ডিজাইন এবং যে কোন ধরনের প্রোজেক্টের জন্য।
3.ইহা সাধারনত নতুন লে-আউট ডিজাইন নিয়ে কাজ করে।যেমন,পোস্টার দিজাইন,বিজনেস কার্ড।



আশা করি আপনারা ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন কী? গ্রাফিক ডিজাইনে  অ্যাডবি ফটোশপ  বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন।কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।



ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।
 ধন্যবাদ সাথে থাকার জন্য।

Wednesday, March 28, 2018

কিভাবে ফ্রিল্যান্সারে ( freelancer.com ) এক্যাউন্ট করতে হয় এবং কন্টেস্টে বা বিট করে কাজ করতে হয়।( পার্ট-১ )





আমি এর আগে কিভাবে আউটসোর্সিং করতে হয় তা নিয়ে আগে একটি আরটিক্যাল লিখেছিলাম।আপনারা যারা মিস করছেন তারা একটু পড়ে নিবেন তাহলে আজকের আরটিক্যাল টা বুঝা সহজ হবে।

ফ্রিল্যান্সিং কি? কিভাবে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করা যায়।
আউটসোর্সিং কি? কিভাবে আউটসোর্সিং করতে হয়? কিভাবে আউটসোর্সিং করে আপনি আয় করবেন?


যেহেতু,আউটসোর্সিং ইন্টারনেটের মাধ্যমে করতে হয়।তাই অনলাইনে ভিবিন্ন মার্কেট প্লেস রয়েছে,যেমন freelancer.com,odesk.com,99designs.com,upwork.com।এই মার্কেট প্লেস গুলোতে ফ্রিল্যান্সাররা কাজ করে ইনকাম করে থাকেন।পাশাপাশি ক্লাইন্ট যারা কাজ করানোর দরকার তারা কাজ দিয়ে থাকেন।


আজ আমি একটি মার্কেট প্লেসের সম্পর্কে আলোচনা করবো তা হল freelancer.com।আনেক জনপ্রিয় একটি মার্কেট প্লেস।এখানে সহজে ফ্রিল্যান্সাররা কাজ করে আয় করে থাকেন।

তাহলে চলো আমরা দেখি কিভাবে ফ্রিল্যান্সারে ডট কম ( freelancer.com ) আকাউন্ট করতে হয়?

প্রথমে freelancer.com লিখে গুগলে সার্চ করতে হবে।




এই রকম একটি পেজ আসবে,যাতে freelancer.com এর লোগো থাকবে।ডান পাশে Log In Sign Up
লেখা থাকবে। বাম পাশে নিচের দিকে দুইটি বক্সের মধ্যে I want to Hire এবং I want to Work ।
আমরা যেহেতু ফ্রিল্যান্সার কাজ করবো তাই I want to Work ক্লিক করবো বা উপরের Sign Up ক্লিক করবেন।





নিচের বক্সের মত একটি বক্স আসবে।যাতে দুই ভাবে এক্যাউন্ট টি Sign Up করা যায়।আপনার যদি ফেইসবুক একাউন্ট থাকে তাহলে ফেইসবুকের মাধ্যমে একাউন্ট করা যাবে।প্রথমে লক্ষ্য করুন ফেইসবুকের
সিম্বল সহকারে Sign Up with Facebook এ ক্লিক করলেই আপনার এক্যাউন্ট হয়ে যাবে আর যারা ইমেইল দিয়ে এক্যাউন্ট করতে চান তারা নিচে বক্সের অপশন গুলো পুরুন করে নিচে দেখবেন Hire & Work দুইটি অপশন থাকবে।আপনারা Work ক্লিক করে  Create Account  ক্লিক করবেন।









উপরের কাজ গুলো সম্পুর্ন হয়ে গেলে নিচে ছবিটির মত একটি পেজ আসবে।




এখান থেকে আপনি কোন ধরনের কাজ করতে চান।তার একটি লিস্ট।ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইনার তাহলে আপনি ডিজাইন রিলেটেড অপশনে ক্লিক করবেন।অথবা আপনি যে কাজ করার জন্য এই মার্কেট প্লেসে আসছেন।সেই রিলেটেড অপশনে ক্লিক করবেন।




আমি ডিজাইন রিলেটেড অপশনে ক্লিক করার কারনে মাঝ খানে আরো আনেক অপশন চলে আসছে।এই অপশন গুলো হচ্ছে ডিজাইনে আপনি কোন কোন কাজ গুলো পারেন তার লিস্ট।আপনি যে কাজ করতে পারেন সেই অপশন গুলো ক্লিক করে দিবেন।

আমি এখানে আমার মত করে অপশন সিলেক্ট করেছি।আপনারা আপনাদের মত করে সিল্কট করে নিবেন।এখানে মূলত আপনি যে কাজ গুলো পারেন।তারপর,




আখানে,নিচে তিনটি অপশন থাকবে।BEGINNER, INTERMEDIATE, ADVANCED আপনি যদি নতুন হন তাহলে BEGINNER আপশনে ক্লিক।আর যদি আপনি মিডলেভেলের হন বা অভিজ্ঞ হন তাহলে INTERMEDIATE, ADVANCED দিতে পারেন।



তারপর,উপরের ছবিটি মত একটি পেইজ আসবে।এটি হছে আপনি যখন টাকা আয় করবেন।তখন টাকা কিভাবে উঠাবেন  তার পেইমেন্ট অপশন।আমি তা নিয়ে আরেকটি আরটিক্যাল লিখব।



তারপর উপরের ছবিটির মত আরেকটি পেইজ আসবে ।তা নতুন দের দরকার নেয়।নিচে স্কিপ অপশন থাকবে তাতে ক্লিক করে পরের পেইজে চলে যাবেন।




মোটামোটি আপনার এক্যাউন্ট করা শেশ।এখন শুধু ইমেইল ভেরিফিকেশন করে নিবেন।আপনি যে ইমেইল টি দিয়ে এক্যাউন্টি করেছেন।সেই ইমেইলে আপনাকে ভেরিফিকেশন মেইল পাঠানো হবে।আমি নিচে একটি ছবি দিয়ে দিচ্ছে।




ইমেইল থেকে ভেরিফিকেশন করে নিবেন।

তাহলে আপনার কাজ শেষ।আপনি এখন freelancer.com মার্কেট প্লেসে কাজ করতে পারেন।
আমি পরবর্তি আরটক্যালে কিভাবে freelancer.com কাজ করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।


আশা করি আপনারা কিভাবে ফ্রিল্যান্সারে ( freelancer.com ) এক্যাউন্ট করতে হয় কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

Tuesday, March 27, 2018

আউটসোর্সিং কি? কিভাবে আউটসোর্সিং করতে হয়? কিভাবে আউটসোর্সিং করে আপনি আয় করবেন?।আসো ডিজাইন শিখি





হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

আজ আমি আউটসোর্সিং কি? তা নিয়ে আলোচনা করবো । কিভাবে আউটসোর্সিং করতে হয়? কিভাবে আউটসোর্সিং করে আপনি আয় করবেন? তা নিয়েও আলোচনা করবো।

আউটসোর্সিং কি?


স্বাধীন বা মুক্ত পেশার নাম হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং।অর্থাৎ স্বাধীন বা মুক্ত ভাবে বা অন্যের চাপ ছাড়া স্বাধীন ভাবে কাজ করে আয় করার নাম হচ্ছে আউটসোর্সিং।আরো সহজ ভাবে বলতে গেলে বলা যায় যে ইন্টারনেটের মাধ্যমে ভিবিন্ন প্রতিষ্ঠানের ভিবিন্ন কাজ করিয়ে নেয়ার নাম হচ্ছে আউটসোর্সিং। আর যারা এই আউটসোর্সিং এর কাজ করে থাকে তাদের কে বলা হয় ফ্রিল্যান্সার।


কিভাবে আউটসোর্সিং করতে হয়?

যেহেতু,আউটসোর্সিং ইন্টারনেটের মাধ্যমে করতে হয়।তাই অনলাইনে ভিবিন্ন মার্কেট প্লেস রয়েছে। যেখানে ভিবিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায় ভিবিন্ন কাজ এই সব মার্কেট প্লেসে দিয়ে থাকে। আর এই কাজ গুলো ফ্রিল্যান্সাররা প্রতিষ্ঠানের নিয়ম বা শর্ত অনুযায়ী করে দিয়ে আয় করে থাকেন।


ফ্রিল্যান্সারের কাজ গুলো কি?

যেহেতু,আউটসোর্সিং ইন্টারনেটের মাধ্যমে করতে হয়।তাই ভিবিন্ন অনলাইন মার্কেটপ্লেস প্রতিষ্ঠিত হয়েছে।এই অনলাইন মার্কেট প্লেসে কাজ গুলো ভিবিন্ন ভাগে ভাগ করা থাকে।যেমন...

  • ওয়েব ডেভেলপমেন্ট,
  • সফটওয়্যার ডেভেলপমেন্ট,
  • গ্রাফিক্স ডিজাইন,
  • SCO
  • নেটওয়ার্কিং ও তথ্যব্যবস্থা (ইনফরমেশন সিস্টেম),
  • লেখা ও অনুবাদ,
  • প্রশাসনিক সহায়তা,
  • ডিজাইন ও মাল্টিমিডিয়া,
  • গ্রাহকসেবা (Customer Service),
  • বিক্রয় ও বিপণন,
  • ব্যবসাসেবা ইত্যাদি। 
আর এই সকল কাগ গুলো ইন্টারনেটের মাধ্যমে যে প্রতিষ্ঠান কাজ গুলো আপনাকে দিবে তা করে দিতে পারলেই অনলাইনে আয় করা সম্ভব।



কিভাবে আপনি অনলাইন মার্কেট প্লেস থেকে আয় করতে পারবেন?


 

আপনাকে অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে হলে অবশ্যই কোন আকোটি কাজের উপর অভিজ্ঞ হতে হবে।এমনকি ভাল কাজ জানতে হবে। কারন এই অনলাইন মার্কেট প্লেস গুলোতে শুধু আপনি একা কাজ করবেন না,আপনার সাথে আপনার মত,আপনার চেয়ে ভাল,ফ্রিল্যান্সাররা কাজ করে থাকে। ভাল কাজ জানা না থাকলে আপনি আউটসোর্সিং সফল হতে পারবেন না। ভাল কাজের দক্ষতা থাকলেই কেবল আউটসোর্সিং জগতে ভাল আয় করা সম্ভব।

এখন আপনি ভাবুন আপনি কোন ধরনের কাজে দক্ষ এবং নিজে কে খুব আত্তবিস্বাশী মনে হয়।উপরে আনেক গুলো কাজের নাম আমি দিয়েছি আপনি মিলিয়ে দেখুন কোন টি আপনার সাথে যায়।


উপরের ছবিটি লক্ষ্য করুন,ছয় ধরনের বিষয়ের উপর অউটসোর্সিং নির্ভর করে।

Knowledge (জানতে হবে)
Expertise (অভিজ্ঞতা থাকতে হবে)
Scalability (কর্মক্ষমতা প্রসারণ)
Patience (অধিক ধর্য্য)
Skilled Service (দক্ষ্য পরিষেবা)
Better Quality (ভালো মানের)

এই ৬টি গুন থাকেই কেবল আউটসোর্সিং করে আপনি আয় করতে পারবেন।