নতুনদের জন্য, ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন কী? গ্রাফিক ডিজাইনে অ্যাডবি ফটোশপ |
নতুনদের জন্য গ্রাফিক ডিজাইন এবং এডোবি ফটোশপ আলোচনায় সবাইকে স্বাগতম।যেহেতু এটা গ্রাফিক ডিজাইন নিয়ে আলোচনা তাই আমরা সরাসরি অ্যাডবি ফটোশপ সফটওয়্যার নিয়ে আলোচনায় না গিয়ে গ্রাফিক ডিজাইনের একদম বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করবো।
– ডিজাইন কি?
– গ্রাফিক ডিজাইন কী?
– গ্রাফিক ডিজাইনে অ্যাডবি ফটোশপ ।
– গ্রাফিক ডিজাইন কী?
– গ্রাফিক ডিজাইনে অ্যাডবি ফটোশপ ।
ডিজাইন কি?
ডিজাইন অর্থ নকশা বা আর্ট। ডিজাইন হচ্ছে কোনো নির্দিষ্ট ক্ষেত্রের উপর বস্তুর পরিকল্পিত অবস্থান। অর্থাৎ আপনি যা নকশা করতে চান,যার উপর করতে চান,যে বস্তুর দ্বার নকশা করতে চান তা সম্পর্কে ধারনা।
বইয়ের ভাষায়, একটি ছবির সমাপ্তিকরণে ক্ষেত্রে যে নির্দেশকের ভূমিকা পালন করে যে নকশা বা আর্ট করা হয় তাকেই বলা হয় ডিজাইন।মূলত নকশা তৈরীর মূল সূত্র সমূহ সঠিক ভাবে ব্যবহার করার মাধ্যমে একটি সঠিক ডিজাইনের জন্ম হয়।সংক্ষেপে বলা যায় কোনো সৃজনশীল কর্মের প্রাথমিক কাঠামোই হচ্ছে ডিজাইন।
ডিজাইন অর্থ নকশা বা আর্ট। ডিজাইন হচ্ছে কোনো নির্দিষ্ট ক্ষেত্রের উপর বস্তুর পরিকল্পিত অবস্থান। অর্থাৎ আপনি যা নকশা করতে চান,যার উপর করতে চান,যে বস্তুর দ্বার নকশা করতে চান তা সম্পর্কে ধারনা।
বইয়ের ভাষায়, একটি ছবির সমাপ্তিকরণে ক্ষেত্রে যে নির্দেশকের ভূমিকা পালন করে যে নকশা বা আর্ট করা হয় তাকেই বলা হয় ডিজাইন।মূলত নকশা তৈরীর মূল সূত্র সমূহ সঠিক ভাবে ব্যবহার করার মাধ্যমে একটি সঠিক ডিজাইনের জন্ম হয়।সংক্ষেপে বলা যায় কোনো সৃজনশীল কর্মের প্রাথমিক কাঠামোই হচ্ছে ডিজাইন।
ডিজাইন করতে ২ ধরনের জিনিস প্রয়োজন হয়।
১। এলিমেন্টস (element)
২। ইকুইপমেন্ট (equipment)
১। এলিমেন্টস (element)
২। ইকুইপমেন্ট (equipment)
এলিমেন্টস অফ ডিজাইনঃ
1. লাইন (Lines)
2. শেইপ (Shapes)
3. কালার (Colors)
4. ফন্ট (Textures)
5. জায়গা (Spaces)
1. লাইন (Lines)
2. শেইপ (Shapes)
3. কালার (Colors)
4. ফন্ট (Textures)
5. জায়গা (Spaces)
ইকুইপমেন্ট অফ ডিজাইন:
1. পেন্সিল (Pencil)
2. রাবার (Rubber)
3. স্কেল (Ruler)
1. পেন্সিল (Pencil)
2. রাবার (Rubber)
3. স্কেল (Ruler)
প্রিন্সিপল অফ ডিজাইন:
– Rhythm
– Proportion
– Perspective
– Emphasis
– Movement
– Pattern
– Balance
– Unity
– Rhythm
– Proportion
– Perspective
– Emphasis
– Movement
– Pattern
– Balance
– Unity
গ্রাফিক ডিজাইন কী?
– গ্রাফিক শব্দটি জার্মান শব্দ গ্রাফিক হতে এসেছে। এর অর্থ চিত্র বা রুপরেখা।
– গ্রাফ শব্দের অর্থ চিত্র এবং ডিজাইন অর্থ নকশা।
– সহজ ভাষায়, চিত্র দ্বারা নকশা তৈরি করা বা করার প্রক্রিয়াকে বলে গ্রাফিক ডিজাইন। অন্য কথায়, ড্রইং ছবি বা কোনো ইমেজ এবং অক্ষর শিল্পই হচ্ছে গ্রাফিক ডিজাইন।
– উদাহরন – ইলাস্ট্রেশন, ব্রান্ডিং, বুক কভার, টাইপোগ্রাফি, ব্রশিওর, স্টিকার, বিজ্ঞাপন, সিডি কভার, ডিজিটাল সাইন, ক্যলেন্ডার, মডার্ণ পেইন্টিং, ওয়েব ডিজাইন, সফটওয়্যার ডিজাইন, টেক্সটাইল ডিজাইন ইত্যাদি।
– গ্রাফিক শব্দটি জার্মান শব্দ গ্রাফিক হতে এসেছে। এর অর্থ চিত্র বা রুপরেখা।
– গ্রাফ শব্দের অর্থ চিত্র এবং ডিজাইন অর্থ নকশা।
– সহজ ভাষায়, চিত্র দ্বারা নকশা তৈরি করা বা করার প্রক্রিয়াকে বলে গ্রাফিক ডিজাইন। অন্য কথায়, ড্রইং ছবি বা কোনো ইমেজ এবং অক্ষর শিল্পই হচ্ছে গ্রাফিক ডিজাইন।
– উদাহরন – ইলাস্ট্রেশন, ব্রান্ডিং, বুক কভার, টাইপোগ্রাফি, ব্রশিওর, স্টিকার, বিজ্ঞাপন, সিডি কভার, ডিজিটাল সাইন, ক্যলেন্ডার, মডার্ণ পেইন্টিং, ওয়েব ডিজাইন, সফটওয়্যার ডিজাইন, টেক্সটাইল ডিজাইন ইত্যাদি।
গ্রাফিক ডিজাইনে Adobe Photoshop এর ব্যবহার:
1.অ্যাডবি ফটোশপ হচ্ছে একদরনের রাস্টার গ্রাফিক ইডিটর।
2.অ্যাডবি ফটোশপ হচ্ছে ছবি ইডেটিং সোফট্যায়ার ।যা ওয়েভ ডিজাইন এবং যে কোন ধরনের প্রোজেক্টের জন্য।
3.ইহা সাধারনত নতুন লে-আউট ডিজাইন নিয়ে কাজ করে।যেমন,পোস্টার দিজাইন,বিজনেস কার্ড।
1.অ্যাডবি ফটোশপ হচ্ছে একদরনের রাস্টার গ্রাফিক ইডিটর।
2.অ্যাডবি ফটোশপ হচ্ছে ছবি ইডেটিং সোফট্যায়ার ।যা ওয়েভ ডিজাইন এবং যে কোন ধরনের প্রোজেক্টের জন্য।
3.ইহা সাধারনত নতুন লে-আউট ডিজাইন নিয়ে কাজ করে।যেমন,পোস্টার দিজাইন,বিজনেস কার্ড।
আশা করি আপনারা ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন কী? গ্রাফিক ডিজাইনে অ্যাডবি ফটোশপ বুঝতে পেরেছেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন।কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে। এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।
ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারি।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
Many thanks
ReplyDelete