Tuesday, March 27, 2018

আউটসোর্সিং কি? কিভাবে আউটসোর্সিং করতে হয়? কিভাবে আউটসোর্সিং করে আপনি আয় করবেন?।আসো ডিজাইন শিখি





হ্যালো বন্ধুরা,
কেমন  আছেন,আশা করি ভাল।

আজ আমি আউটসোর্সিং কি? তা নিয়ে আলোচনা করবো । কিভাবে আউটসোর্সিং করতে হয়? কিভাবে আউটসোর্সিং করে আপনি আয় করবেন? তা নিয়েও আলোচনা করবো।

আউটসোর্সিং কি?


স্বাধীন বা মুক্ত পেশার নাম হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং।অর্থাৎ স্বাধীন বা মুক্ত ভাবে বা অন্যের চাপ ছাড়া স্বাধীন ভাবে কাজ করে আয় করার নাম হচ্ছে আউটসোর্সিং।আরো সহজ ভাবে বলতে গেলে বলা যায় যে ইন্টারনেটের মাধ্যমে ভিবিন্ন প্রতিষ্ঠানের ভিবিন্ন কাজ করিয়ে নেয়ার নাম হচ্ছে আউটসোর্সিং। আর যারা এই আউটসোর্সিং এর কাজ করে থাকে তাদের কে বলা হয় ফ্রিল্যান্সার।


কিভাবে আউটসোর্সিং করতে হয়?

যেহেতু,আউটসোর্সিং ইন্টারনেটের মাধ্যমে করতে হয়।তাই অনলাইনে ভিবিন্ন মার্কেট প্লেস রয়েছে। যেখানে ভিবিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায় ভিবিন্ন কাজ এই সব মার্কেট প্লেসে দিয়ে থাকে। আর এই কাজ গুলো ফ্রিল্যান্সাররা প্রতিষ্ঠানের নিয়ম বা শর্ত অনুযায়ী করে দিয়ে আয় করে থাকেন।


ফ্রিল্যান্সারের কাজ গুলো কি?

যেহেতু,আউটসোর্সিং ইন্টারনেটের মাধ্যমে করতে হয়।তাই ভিবিন্ন অনলাইন মার্কেটপ্লেস প্রতিষ্ঠিত হয়েছে।এই অনলাইন মার্কেট প্লেসে কাজ গুলো ভিবিন্ন ভাগে ভাগ করা থাকে।যেমন...

  • ওয়েব ডেভেলপমেন্ট,
  • সফটওয়্যার ডেভেলপমেন্ট,
  • গ্রাফিক্স ডিজাইন,
  • SCO
  • নেটওয়ার্কিং ও তথ্যব্যবস্থা (ইনফরমেশন সিস্টেম),
  • লেখা ও অনুবাদ,
  • প্রশাসনিক সহায়তা,
  • ডিজাইন ও মাল্টিমিডিয়া,
  • গ্রাহকসেবা (Customer Service),
  • বিক্রয় ও বিপণন,
  • ব্যবসাসেবা ইত্যাদি। 
আর এই সকল কাগ গুলো ইন্টারনেটের মাধ্যমে যে প্রতিষ্ঠান কাজ গুলো আপনাকে দিবে তা করে দিতে পারলেই অনলাইনে আয় করা সম্ভব।



কিভাবে আপনি অনলাইন মার্কেট প্লেস থেকে আয় করতে পারবেন?


 

আপনাকে অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে হলে অবশ্যই কোন আকোটি কাজের উপর অভিজ্ঞ হতে হবে।এমনকি ভাল কাজ জানতে হবে। কারন এই অনলাইন মার্কেট প্লেস গুলোতে শুধু আপনি একা কাজ করবেন না,আপনার সাথে আপনার মত,আপনার চেয়ে ভাল,ফ্রিল্যান্সাররা কাজ করে থাকে। ভাল কাজ জানা না থাকলে আপনি আউটসোর্সিং সফল হতে পারবেন না। ভাল কাজের দক্ষতা থাকলেই কেবল আউটসোর্সিং জগতে ভাল আয় করা সম্ভব।

এখন আপনি ভাবুন আপনি কোন ধরনের কাজে দক্ষ এবং নিজে কে খুব আত্তবিস্বাশী মনে হয়।উপরে আনেক গুলো কাজের নাম আমি দিয়েছি আপনি মিলিয়ে দেখুন কোন টি আপনার সাথে যায়।


উপরের ছবিটি লক্ষ্য করুন,ছয় ধরনের বিষয়ের উপর অউটসোর্সিং নির্ভর করে।

Knowledge (জানতে হবে)
Expertise (অভিজ্ঞতা থাকতে হবে)
Scalability (কর্মক্ষমতা প্রসারণ)
Patience (অধিক ধর্য্য)
Skilled Service (দক্ষ্য পরিষেবা)
Better Quality (ভালো মানের)

এই ৬টি গুন থাকেই কেবল আউটসোর্সিং করে আপনি আয় করতে পারবেন।



Previous Post
Next Post

About Author

5 comments:

  1. আউটসোসিং সম্পর্কিত লেখাটি অত্যন্ত তথ্যবহুল।চমৎকার লেখার জন্য ধন্যবাদ। যারা আউটসোসিং ফ্রিল্যান্সিং এ কাজ করেন, তাদের ইংরেজী ও জানা দরকার। যারা ইংরেজিতে weak, তাদের জন্য আমার ভিডিওগুলো হতে পারে নতুন উপহার।ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন,তাহলে কমেন্ট এবং subscribe করতে অনুরোধ রহিল।

    ReplyDelete
  2. আমি আউটসোর্সিং কাজ শিখতে চাই কি করতে হবে

    ReplyDelete
  3. অনলাইন থেকে ইনকাম ব্লগিং করে এসইও করে ইনকাম সম্পর্কে জানতে নিচের লিংকে জান https://www.hilplife.xyz...

    ReplyDelete