Saturday, March 10, 2018

কিভাবে টাইফোগ্রাফি লোগো ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে। ( এসো ডিজাইন শিখি )


কিভাবে টাইফোগ্রাফি লোগো ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে। 
( এসো ডিজাইন শিখি )





হ্যালো বন্দুরা
আশা করছি ভালো আছেন
আজ আমি ফন্ট দিয়ে কিভাবে অ্যাডবি ইলেস্ট্রেটর মাধ্যমে লোগো ডিজাইন করতে হয় তা আপনাদের সামনে আলোচনা করবো।


অনেক বন্দুরা আছেন যারা ফন্ট দিয়ে লোগো ডিজাইন করতে পছন্দ করেন।আমারা সবাই টাইফোগ্রাফির লোগো নাম শোনেছি।যা আমরা গুগলে ও ইউটিউবে আনেক দেখি,কিন্তু করতে পারি না।আজ আমি আপনাদের টাইফোগ্রাফির লোগো ডিজাইন কিভাবে করতে হয় বলব।

লোগো (logo) কি?
লোগো হচ্ছে এক ধরনের গ্রাকিক্স সেম্বল (চিত্র) বা প্রতীক।যা কোন ব্যবসায়ক  প্রতিষ্ঠান বা বাণিজ্যিক সংস্থা এবং কোন কোম্পানি, সাহায্য-সহযোগিতার লক্ষ্যে নিজের পরিচিতি জনগণের কাছে তুলে ধরার মাধ্যম হচ্ছে লোগো। লোগো অর্থ হচ্ছে গ্রাফিক নক্সা বা প্রতীক কিংবা চিহ্নে  যা  প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের অংশবিশেষকে ফুটিয়ে তোলে ধরা হয়।

লোগো (logo) কি কি বিষয়ের উপর নির্ভর করে?

লোগো অর্থ হচ্ছে গ্রাফিক নক্সা বা প্রতীক কিংবা চিহ্নে  যা  প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের অংশবিশেষকে ফুটিয়ে তোলে ধরা হয়।
লোগো যেহেতু কোম্পানির পরিচিতি জনগণের কাছে তুলে ধরে এবং লোগো কোম্পানির ট্রেড মার্ক যা 

লোগো (logo) সাইজ কত?


প্রথমে সাইজ নিয়ে কথা বলি, লোগো ডিজাইন করার ক্ষেত্রে কোন নির্দিস্ট সাইজ নেয়।আপনি আপনার মত করে সাইজ নিয়ে কাজ করবেন।
এবং কোন ধরনের লোগো ডিজাইন করছেন তার উপর নির্ভর করে লোগো সাইজ।


টাইফোগ্রাফি লোগো কি?

কিভাবে টাইফোগ্রাফি লোগো ডিজাইন করতে হয়?

টাইফোগ্রাফি লোগো,লেটার লোগো,ফন্ট লোগো, সব গলো একই  ধরনের লোগো







Previous Post
Next Post

About Author

1 comment:

  1. অনলাইন থেকে ইনকাম ব্লগিং করে এসইও করে ইনকাম সম্পর্কে জানতে নিচের লিংকে জান https://www.hilplife.xyz...

    ReplyDelete